রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১৮ ডিসেম্বর, এই দিনে
প্রকাশ: ১০:৩৬ am ১৮-১২-২০১৬ হালনাগাদ: ১০:৩৮ am ১৮-১২-২০১৬
 
 
 


১২২৯ চেঙ্গিস খানের মৃত্যু।

১৩৯৮ তৈমুর লং এর দিল্লী জয়

১৬৭৫ দিল্লীতে নবম শিখ গুরু তেগ বাহাদুরের শিরচ্ছেদ।

১৮২৪ খ্রিস্টাব্দের এই দিনে বাংলার লোককাহিনীর প্রথম সংগ্রাহক রেভারেন্ড লাল বিহারী দে’র জন্ম।

১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথার বিলোপ ঘটে।

১৮৭৮ সালে সোভিয়েত নেতা যোসেফ স্টালিন জন্মগ্রহণ করেন।

১৯১২ মার্কিন কংগ্রেসে অশিক্ষিত অভিবাসী প্রবেশ নিষিদ্ধ আইন পাস।<

১৯১৩ জার্মান রাষ্ট্রনায়ক উইলি ব্রান্টের জন্ম।

১৯১৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইড্রো উইলসন প্রেসিডেন্ট থাকা অবস্থায় এডিং বোলিং গাল্টকে বিয়ে করেন।

১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক সাংবাদিক ও শহীদ সাবেরের জন্ম।

১৯৩৯ সালে মার্কিন নোবেল বিজয়ী বিজ্ঞানী হ্যারল্ড ই ভারমুস জন্মগ্রহণ করেন।

১৯৪৬ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার স্টিফেন স্পিলবার্গ জন্মগ্রহণ করেন।

১৯৫৬ সালে জাপান জাতিসংঘে যোগদান করে।

১৯৬৯ ব্রিটেনে খুনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়।

১৯৭২ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্বোধন।

১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রগতিবাদী লেখক কমরেড মুজফফর আহমদের মৃত্যু।

১৯৮০ সাবেক সোভিয়েত কমিউনিস্ট নেতা আলেকসেই কোসিজিনের মৃত্যু।

১৯৮৩ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের মৃত্যু।

১৯৯৯ স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT