বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ২৮শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১৯ জুন এই দিনে
প্রকাশ: ০৯:২৫ am ১৯-০৬-২০১৭ হালনাগাদ: ০৯:৩০ am ১৯-০৬-২০১৭
 
 
 


  • বিশ্ব কাস্তে-কোষ (Sickle Cell) দিবস ও
  • বিশ্ব উদ্বাস্তু দিবস।
  • ১৪৬৪ সালের এই দিনে ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।
  • ১৬২১ সালের এই দিনে গ্রিস তুরস্কের সেনাবাহিনীর কাছে পরাজিত হয়।
  • ১৮২৯ সালের এই দিনে বৃটেনে আইন পাশের মাধ্যমে মেট্রোপলিটান পুলিশ প্রতিষ্ঠা করা হয়।
  • ১৮৬১ সালের এই দিনে অ্যানহেইম পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়।
  • ১৮৬৭ সালের এই দিনে অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানকে ফাঁসী দেয়া হয়।
  • ১৮৭৭ সালের এই দিনে ভূমি থেকে আকাশে উলম্বভাবে উড্ডয়নের ও আকাশ থেকে ভূমিতে অবতরণের এবং আকাশে স্থির থাকার যান তথা আদি যুগের হেলিকপ্টার পরীক্ষা করা হয়।
  • ১৯১১ সালের এই দিনে পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
  • ১৯২১ সালের এই দিনে ব্রিটেনে আদশুমারি হয়।
  • ১৯৪৩ সালের এই দিনে টেক্সাসে জাতিগত দাঙ্গা হয়।
  • ১৯৪৪ সালের এই দিনে ফিলিপিন সাগরে যুদ্ধ শুরু হয়।
  • ১৯৫১ সালের এই দিনে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা ন্যাটো নামক সামরিক জোট গঠন করা হয়।
  • ১৯৫৩ সালের এই দিনে গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
  • ১৯৬১ সালের এই দিনে কুয়েত স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬৮ সালের এই দিনে পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু হয়।
  • ১৯৮৯ সালের এই দিনে পোলান্ডের সাধারণ নির্বাচনে লেস ওয়ালেসার নেতৃত্বাধীন সলিডারিটি নিরঙ্কুশ বিজয় অর্জন করে।
  • ১৯৯১ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী লি পেংয়ের সাথে বৈঠক করেন।
  • ১৯৯২ সালের এই দিনে ইসলামী সম্মেলন সংস্থা বা ও.আই. সি জানায় সার্বদের মাধ্যমে অবরুদ্ধ ও মুসলমান অধ্যুষিত বসনিয়ার রাজধানী সারাজেভোর মানুষ জীবন বাচাতে ঘাঁস লতা-পাতা খাচ্ছে। একই দিনে ও.আই. সি বসনিয়ায় সামরিক হস্তক্ষেপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায়।
  • ১৯৯৩ সালের এই দিনে জাপানে মিয়াজাওয়া সরকারের পতনের পর এক মাসের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দেয়া হয়।
  • ১৩০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মরিকুনি, তিনি ছিলেন জাপানের যুবরাজ।
  • ১৬২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্লেইজ প্যাসকেল, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
  • ১৭৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জসে গেরভাসিও আরটিগাস, তিনি ছিলেন উরুগুয়ের জেনারে ও রাজনীতিবিদ।
  • ১৮৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসে রিজাল, তিনি ছিলেন ফিলিপিনো সাংবাদিক, লেখক ও কবি।
  • ১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চ্যরিল নরমান হিঙ্ঘলিউড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।
  • ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্ণেস্ট বরিস চেইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান ইংরেজ প্রাণরসায়নী।
  • ১৯০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উমেশচন্দ্র দত্ত, তিনি ছিলেন শিক্ষাবিদ ও নারী শিক্ষা প্রচারক।
  • ১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল জন ফ্লোরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।
  • ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অউ নিল্‌স বোর, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ পদার্থবিজ্ঞানী।
  • ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভাক্লাভ ক্লাউস, তিনি চেক অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।
  • ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অং সান সু চি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী বার্মিজ রাজনীতিবিদ ও ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির নেতা।
  • ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাডোভান কারাডজিক, তিনি সার্বীয় বসনীয় রাজনীতিবিদ ও দোষী সাব্যস্ত করা যুদ্ধাপরাধী।
  • ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আহমেদ সালমান রুশদি, তিনি ভারতীয় ইংরেজ লেখক ও শিক্ষাবিদ।
  • ১৯৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাথলিন টার্নার, তিনি আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
  • ১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্না লিন্ডহ, তিনি ছিলেন সুইডিশ রাজনীতিক ও ৩৯ তম পররাষ্ট্র মন্ত্রী।
  • ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিশ্চিয়ান উলফ, তিনি ছিলেন জার্মান আইনজীবী, রাজনীতিবিদ ও ১০ম প্রেসিডেন্ট।
  • ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বরিস জনসন, তিনি ব্রিটিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও সাবেক লন্ডনের মেয়র।
  • ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাহুল গান্ধি, তিনি ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ।
  • ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাঁ ডুজারডিন, তিনি ফরাসি অভিনেতা।
  • ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবিন টানি, তিনি আমেরিকান অভিনেত্রী।
  • ১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যোয়ে সাল্ডানা, তিনি আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
  • ১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোহাম্মদ আল-খুবালিদী, তিনি সৌদি আরবের লং জাম্পার।
  • ১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাজল আগরওয়াল, তিনি ভারতীয় অভিনেত্রী।
  • ০৬২৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সোগা নো উমাকো, তিনি ছিলেন সোগা নো ইনাম এর পুত্র ও একই সাথে জাপানের ক্ষমতাশালী সোগা গোত্রের সদস্য।
  • ১৩৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফাখরুল মুহাক্বেক্বীন, তিনি ছিলেন বিশিষ্ট ইসলামী আইনবিদ ও পন্ডিত।
  • ১৮৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এতিয়েন জফ্রোয়া সাঁ-হিলের, তিনি ছিলেন ফরাসি প্রাণিবিজ্ঞানী ও জীববিজ্ঞানী।
  • ১৮২০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোসেফ ব্যাংকস, তিনি ছিলেন ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী ও লেখক।
  • ১৯০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ডালবার্গ, তিনি ছিলেন ইংরেজ ইতিহাসবিদ।
  • ১৯১৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অক্ষয়কুমার বড়াল, তিনি ছিলেন ছিলেন উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি।
  • ১৯৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জে. এম. বারিয়ে, তিনি ছিলেন স্কটিশ লেখক ও নাট্যকার।
  • ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নলিনী দাস, তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী।
  • ১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কোলুচে, তিনি ছিলেন ফরাসি কৌতুকাভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার।
  • ১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম গোল্ডিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।
  • ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বরুণ সেনগুপ্ত, তিনি ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় বাঙ্গালী সাংবাদিক ও বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
  • ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গয়ুলা হর্ন, তিনি ছিলেন হাঙ্গেরীয় রাজনীতিবিদ ও ৩৭ তম প্রধানমন্ত্রী।
 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT