বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
১৯ জুলাই, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ১৯-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৩৫ am ১৯-০৭-২০১৭
 
 
 


১২৯৬ সালের এই দিনে জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন অধিকার করেন।

১৭৬৩ সালের এই দিনে ব্রিটিশ সেনাবাহিনী কাটোয়ার যুদ্ধে মির কাশিমকে পরাজিত করে।

১৮৭০ সালের এই দিনে প্রুশিয়ার বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে।

১৯২৫ সালের এই দিনে অ্যাডল্‌ফ হিটলারের ‘মাইন ক্যাম্প’ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়।

১৯৪৯ সালের এই দিনে লাওস স্বাধীনতা লাভ করে।

১৯৭৯ সালের এই দিনে নিকারাগুয়ায় স্বৈরতন্ত্রী সামোজা সরকারের পতন ঘটে এবং বিপ্লবী সান্দিনিস্তা সরকার প্রতিষ্ঠিত হয়।

১৯৮৯ সালে এই দিনে মার্কিন সমর্থনপুষ্ট স্বৈরাচার সুমুযার বিরুদ্ধে নিকারাগুয়ার গণবিপ্লব বিজয় লাভ করে।

০৮১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুহাম্মদ বিন ইসমাইল বিন ইবরাহীম বিন মুগীরাহ বিন বারদিযবাহ, তিনি ছিলেন বিখ্যাত হাদীসবেত্তা ও “বুখারী শরীফ” নামে একটি হাদীসের সংকলন রচনা করেন, যা মুসলমানদের নিকট হাদীসের সবোর্ত্তম গ্রন্থ বিবেচিত হয়।

১৮১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্যামুয়েল কোল্ট, তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী ও কোল্ট’স ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠাতা।

১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, তিনি ছিলেন বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার।

১৮৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্লাদিমির মায়াকোভস্কি, তিনি ছিলেন রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা।

১৮৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খাজা নাজিমুদ্দিন, তিনি ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ, পাকিস্তানের দ্বিতীয় গভর্ণর জেনারেল ও প্রধানমন্ত্রী।

১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বনফুল [বলাইচাঁদ মুখোপাধ্যায়], তিনি ছিলেন একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি।

১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হার্বার্ট মারকুসে, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান সমাজবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, তিনি ছিলেন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি।

১৯২১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রসালয়ন সুসমান ইয়ালও, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাজী আনোয়ার হোসেন, তিনি বাংলাদেশী লেখক, অনুবাদক, প্রকাশক ও জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা।

১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জয়ন্ত নারলিকর, তিনি ভারতীয় জ্যোতিপদার্থ বিজ্ঞানী।

১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রায়ান মে, তিনি ইংরেজ গায়ক, গীতিকার, গিটার ও প্রযোজক।

১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইলিয়ে নাস্টাসে, তিনি রোমানিয়ান টেনিস খেলোয়াড় ও রাজনীতিবিদ।

১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রজার মাইকেল হামফ্রে বিনি, তিনি ভারতীয় সাবেক ক্রিকেটার।

১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আটম এগয়ান, তিনি মিশরীয় বংশোদ্ভূত কানাডিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলা স্টুরগেওন, তিনি স্কটিশ আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, তিনি ইংরেজ অভিনেতা।

১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দিলহারা ফার্নান্দো, তিনি শ্রীলংকান সাবেক ক্রিকেটার।

১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জ্যারেড পাডালেকি, তিনি আমেরিকান অভিনেতা।

১৩৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রাঞ্চেসকো পেত্রারক, তিনি ছিলেন ইতালীয় কবি ও পণ্ডিত।

১৮১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ম্যাথু ফ্লিন্ডার্স, তিনি ছিলেন ইংরেজ ন্যাভিগেটর ও মানচিত্রকর।

১৮২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আগুস্টিন ডি ইটুরবিডে, তিনি ছিলেন মেক্সিকান জেনারাল ও সম্রাট।

১৯৪৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অং সান, তিনি ছিলেন মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।

১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্যংমান রহে, তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার সাংবাদিক, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।

১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স মরগেন্থাউ, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত আমেরিকান রাজনৈতিক বিজ্ঞানী, দার্শনিক ও শিক্ষাবিদ।

২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিনকো সুজুকি, তিনি ছিলেন জাপানি রাজনীতিবিদ, জাপান ৭০ তম প্রধানমন্ত্রী।

২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এ. কে. ফায়জুল হক, তিনি ছিলেন বাংলাদেশী সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদ।

২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওমর সুলেইমান, তিনি ছিলেন মিসরের জেনারেল, রাজনীতিবিদ ও ১৬ তম ভাইস প্রেসিডেন্ট।

২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ, তিনি ছিলেন বিংশ শতাব্দীর বাঙ্গালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম।

২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস গার্নার, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT