১১৫৪ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক।
১৬৮৩ সালের এই দিনে স্পেনের রাজা পঞ্চম ফিলিপের জন্ম।
১৬৮৮ সালের এই দিনে রাজা দ্বিতীয় জেমস স্ত্রী-সন্তানসহ ফ্রান্সে পালিয়ে যান।
১৭৩৭ সালের এই দিনে পোলান্ডের যুবরাজ জেমস সোবিয়েস্কির মৃত্যু।
১৮৬০ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের গবর্নর জেনারেল লর্ড ডালহৌসির মৃতু্য।
১৮৮৯ সালের এই দিনে হাওয়াইয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
১৮৯১ সালের এই দিনে কানাডিয়ান রাগবি ইউনিয়ন গঠিত হয়।
১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে ভারতের কমিউনিস্ট পার্টি ও ট্রেড ইউনিয়নের নেতা রণদিভের জন্ম।
১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত কমিউনিস্ট নেতা ও প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের জন্ম।
১৯১১ খ্রিস্টাব্দের এই দিনে ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেনের ইন্তেকাল।
১৯২২ খ্রিস্টাব্দের এই দিনে গণসঙ্গীতশিল্পী ও সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরীর জন্ম।
১৯৪১ সালের এই দিনে জার্মান সাবমেরিন ইউ-৫৭৪ ডুবে যায়।
১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে কবি, প্রাবন্ধিক ও ছান্দসিক আবদুল কাদিরের ইন্তেকাল।
১৯৮৭ প্রাবন্ধিক ও গবেষক ড. খায়রুল বশরের (রশীদ আল ফারুকী) মৃত্যু।
১৯৮৯ মার্কিন যুক্তরাষ্ট্র পানামায় আগ্রাসী অভিযান শুরু করে।
১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।