শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২১ আগস্ট , এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২১-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:১৪ am ২১-০৮-২০১৭
 
 
 


১৫৬৩ সালের এই দিনে মক্কা মোকাররমা বড় ধরণের বন্যায় প্লাবিত হয় ।

১৭৭০ সালের এই দিনে জেমস কুক আনুষ্ঠানিকভাবে পূর্ব অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেন। নাম রাখা হয় নিউ সাউথ ওয়েলস।

১৮৭৮ সালের এই দিনে প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে।

১৯১১ সালের এই দিনে লিওনার্দ দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ চুরি হয়।

১৯১৫ সালের এই দিনে ইতালী তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৩৭ সালের এই দিনে চীন-সোভিয়েত অনক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৯ সালের এই দিনে ব্রিটেনে সিভিল ডিফেন্স কার্যক্রম শুরু হয়।

১৯৮৮ সালের এই দিনে ইরান ও ইরাকের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হয়।

১৯৮৮ সালের এই দিনে উত্তর ও পূর্ব ভারত এবং নেপালে সংঘটিত ভূমিকম্পে ৯০০ জন নিহত হন।

১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন কট্টরপন্থীদের অভ্যুত্থান ব্যর্থ হওয়ায় গরবাচেভ প্রেসিডেন্ট পদে পুনর্বহাল হন।

১৯৯১ সালের এই দিনে এস্তোনিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়।

২০০৪ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে রক্ষা পান। ওই হামলায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন মর্মান্তিকভাবে নিহত হন।

২০০৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আর্মি ও পুলিশের আক্রমণের প্রতিবাদে এ দিনটি কালো দিবস হিসাবে চিহ্নিত করা হয়।

১১৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় ফিলিপ, তিনি ছিলেন ফ্রান্স রাজা।

১৭৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেনাস্টার টার্লেটন, তিনি ছিলেন ইংরেজ জেনারেল ও রাজনীতিবিদ।

১৭৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চতুর্থ উইলিয়াম, তিনি ছিলেন যুক্তরাজ্য রাজা।

১৭৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওগুস্তাঁ লুই কোশি, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।

১৭৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলেস মিচেলেট, তিনি ছিলেন ফরাসি ইতিহাসবিদ ও দার্শনিক।

১৮৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুডলফ, তিনি ছিলেন অস্ট্রিয়ার যুবরাজ।

১৮৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমিলিও সালগারি, তিনি ছিলেন ইতালিয়ান সাংবাদিক ও লেখক।

১৮৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অব্রে বেয়ার্ড্স্লি, তিনি ছিলেন ইংরেজ লেখক ও অঙ্কনশিল্পী।

১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কউন্ট বাসিয়ে, তিনি ছিলেন আমেরিকান পিয়ানোবাদক ও সুরকার।

১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিওনিদ হারউইচ, তিনি ছিলেন রাশিয়ান অর্থনীতিবিদ ও গণিতবিদ।

১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেনি রজার্স, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক, প্রযোজক ও অভিনেতা।

১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেস্টুস মগায়ে, তিনি ছিলেন বতসোয়ানা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।

১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার ওয়ার, তিনি অস্ট্রেলিয়ান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্লেন হিউজেস, তিনি ইংরেজ গায়ক, গীতিকার, খাদ প্লেয়ার ও প্রযোজক।

১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিম কাট্রাল, তিনি ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক।

১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চারব, তিনি ফরাসি সাংবাদিক ও কার্টুনিস্ট।

১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কারিয়ে-অ্যান মস, তিনি কানাডিয়ান অভিনেত্রী।

১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেরজ টাঙ্কিয়ান, তিনি লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান গায়ক, গীতিকার, কীবোর্ড প্লেয়ার ও প্রযোজক।

১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই ব্রিন, তিনি রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী, ব্যবসায়ী ও সার্চ ইঞ্জিন গুগল এর অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সাইমন ম্যাথু ক্যাটিচ, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার ও ম্যানেজার।

১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভূমিকা চাওলা, তিনি ভারতীয় অভিনেত্রী।

১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উসেইন সেন্ট লিও বোল্ট, তিনি জ্যামাইকার বিশ্বখ্যাত দৌড়বিদ।

১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেডেন পানেটিয়েরে, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়ক।

১৬১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইসলাম খাঁন, তিনি ছিলেন বাংলার শাসনকর্তা।

১৬১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিজাবেথ বাথরয়, তিনি ছিলেন হাঙ্গেরীয় ক্রমিক হত্যাকারী।

১৮১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বেঞ্জামিন থম্পসন, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিদ ও কর্নেল।

১৮৩৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আডেল্বেরট ভন চামিস, তিনি ছিলেন জার্মান উদ্ভিদবিজ্ঞানী ও কবি।

১৯০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার ভোন ওয়েটিঙ্গেন, তিনি ছিলেন এস্তোনীয় ধর্মতত্ত্ববিদ ও পরিসংখ্যানবিদ।

১৯১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিনু মানকড়, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেটার।

১৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিও ট্রটস্কি, তিনি ছিলেন রাশিয়ান তাত্তিক, রাজনীতিবিদ ও রেড আর্মি প্রতিষ্ঠাতা।

১৯৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরিক পন্টপিডান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ লেখক।

১৯৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পালমির টগ্লিয়াটি, তিনি ছিলেন ইতালিয়ান রাজনীতিবিদ।

১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গিউসেপে মেয়াযা, তিনি ছিলেন ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।

১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।

২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, তিনি ছিলেন ভারতীয় সানাই বাদক।

২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম পল থার্স্টন, তিনি ছিলেন আমেরিকান গণিতবিদ ও শিক্ষাবিদ।

২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলবার্ট রেনল্ডস, তিনি ছিলেন আইরিশ ব্যবসায়ী ও রাজনীতিবিদ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT