বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২২ জুলাই, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২২-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:০৮ am ২২-০৭-২০১৭
 
 
 


১৪৫৬ সালের এই দিনে অটোমান তুর্কিরা বেলগ্রেড অধিকার করে।

১৯০৫ সালের এই দিনে জাপানের সাথে শান্তি বৈঠকে রাশিয়া সম্মত হয়।

১৯১২ সালের এই দিনে ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথকে সংবর্ধনা দেওয়া হয়।

১৯১২ সালের এই দিনে চীনের কার্যকরী শাসক হন ভাইসরয় ইউয়ান শি-কাই।

১৯১৫ সালের এই দিনে ইতালির ইযোনিযো পাহাড়ি এলাকায় ইতালি ও অস্ট্রিয়ার সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।

১৯১৭ সালের এই দিনে আলেকজান্দার কেরেনস্কি রাশিয়ার প্রধানমন্ত্রী হন।

১৯৩৩ সালের এই দিনে উইলি পোস্ট প্রথম একা পৃথিবী প্রদক্ষিণ করেন। উড়ে পৃথিবী প্রদক্ষিণ করতে তাঁর সময় লেগেছিল সাত দিন ১৮ ঘণ্টা ৪৫ মিনিট।

১৯৪৪ সালের এই দিনে পোল্যান্ডে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়।

১৯৪৬ সালের এই দিনে ব্রিটেনে পাওরুটির রেশন চালু হয়।

১৯৪৭ সালের এই দিনে ভারতের গণ পরিষদে রাষ্ট্রীয় প্রতীক অনুমোদিত হয়।

১৯৪৮ সালের এই দিনে নেদারল্যান্ডসের রানি উইলহেলমি পদচ্যুত হন।

১৯৬১ সালের এই দিনে ফরাসী সেনারা তিউনিসিয়ার পূর্ব উপকূলীয় শহর বিযোর্তে হামলা চালায়, ফলে তিউনিসিয়ার সেনাবাহিনীর সাথে তাদের তুমূল সংঘর্ষ বাঁধে।

১৯৭২ সালের এই দিনে রাশিয়ার মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ শুক্রে অবতরণ করে।

১৯৭৭ সালের এই দিনে চীনের নেতা দেং জিয়াও পিং পুনরায় ক্ষমতা গ্রহণ করেন।

১৯৮৩ সালের এই দিনে পোল্যান্ডে সামরিক আইন প্রত্যাহৃত হয়।

২০০০ সালের এই দিনে পাকিস্তানের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয় এবং তার রাজনৈতিক তৎপরতার ওপর ২১ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

২০১১ সালের এই দিনে নরওয়েতে ভয়ানক হামলা চালায় ৩২ বছর বয়স্ক অ্যানডার্স ব্রেভিক নামের এক নরওয়েজিয়ান।

২০০২ সালের এই দিনে রাতে ফিলিস্তিনের নিরপরাধ নারী ও শিশুরা যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তখন ইসরাইলী এফ-১৬ জঙ্গীবিমান রাতের অন্ধকারে গাজা উপত্যকার কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করে।

২০০৩ সালের এই দিনে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের দুই পুত্র উদয় ও কুসাই উত্তর ইরাকের মুসেলের কাছে মার্কিন হামলায় নিহত হয়।

১৪৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম ফিলিপ, তিনি ছিলেন কাস্টাইল।

১৭৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রিডরিশ ভিলহেল্ম বেসেল, তিনি ছিলেন জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।

১৮১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর), তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।

১৮৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, তিনি ছিলেন বিখ্যাত বাঙালি কৌতুক লেখক।

১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুস্টাফ লুটভিগ হের্ৎস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।

১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেলম্যান ওয়াক্সম্যান, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইউক্রেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও মাইক্রো জীববিজ্ঞানী।

১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুকেশ চন্দ মাথুর, তিনি ছিলেন ভারতীয় গায়ক ও অভিনেতা।

১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোফাজ্জল হায়দার চৌধুরী, তিনি ছিলেন মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী।

১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টেরেন্স স্ট্যাম্প, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও গায়ক।

১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানি গ্লভের, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমিলিও বুত্রাগেনিয়ো, তিনি সাবেক স্প্যানিশ ফুটবলার।

১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন লেগুইযামো, তিনি কলম্বিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুফুস ওয়াইনরাইট, তিনি আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান গায়ক ও গীতিকার।

১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রাঙ্কা পটেন্টে, তিনি জার্মান অভিনেত্রী।

১৯৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস রোমেডাহল, তিনি ডেনিশ ফুটবলার।

১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেট রায়ান, তিনি বেলজিয়ান গায়িকা ও গীতিকার।

১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টুয়ার্ট ডাউনিং, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেলিনা গোমেজ, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

১৪৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সপ্তম চার্লস, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।

১৫৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন যাপলয়া, তিনি ছিলেন হাঙ্গেরীয় রাজা।

১৮২৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গিউসেপে পিয়াযিই, তিনি ছিলেন তালীয় গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।

১৯০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম র্যান্ডাল ক্রেমার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ।

১৯১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইন্দ্রলাল রায়, তিনি ছিলেন প্রথম ভারতীয় বাঙালি বিমান চালক।

১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ডিলিঞ্জার, তিনি ছিলেন আমেরিকান গ্যাংস্টার।

১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল স্যান্ডবুর্গ, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সান্ডর কসিস, তিনি ছিলেন হাঙ্গেরীয় ফুটবলার ও ম্যানেজার।

১৯৯৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারল্ড লারউড, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।

২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উদয় হুসেন, তিনি ছিলেন ইরাকি সৈন্য, রাজনীতিবিদ ও সাদ্দাম হোসেনের পুত্র।

২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেনিস ফারিনা, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT