রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২২ ডিসেম্বর, এই দিনে
প্রকাশ: ০৮:০০ am ২২-১২-২০১৬ হালনাগাদ: ১০:১৩ am ২২-১২-২০১৬
 
 
 


১১৭৮ সালের এই দিনে জাপানের সম্রাট আনটুকুর জন্ম।

১৫৭২ সালের এই দিনে ফরাসি চিত্রশিল্পী ফ্রাঁসোয়া কোয়ের মৃত্যু।

১৬৬৬ সালের এই দিনে ইতালিয় চিত্রশিল্পী গুয়েরচিনোর মৃত্যু।

১৬৬৮ সালের এই দিনে ইংরেজ চিত্রকর স্টিফেনের মৃত্যু।

১৬৯৩ সালের এই দিনে ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।

১৭১৬ সালের এই দিনে ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত।

১৮০৪ সালের এই দিনে বেঞ্জামিন ডিজরেলির জন্ম।

১৮১০ সালের এই দিনে ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।

১৮৫১ সালের এই দিনে ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।

১৮৬৯ সালের এই দিনে মহারানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্স আলফ্রেডের কলকাতায় আগমন।

১৮৮০ সালের এই দিনে ইংরেজ ঔপন্যাসিক জর্জ এলিয়টের মৃত্যু।

১৮৮৭ সালের এই দিনে প্রতিভাবান ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন জন্মগ্রহন করেন।

১৯৩৭ সালের এই দিনে চালু হয় লিংকন টানেল।

১৯৩৯ সালের এই দিনে জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।

১৯৪২ সালের এই দিনে কলকাতায় জার্মানিদের বিমান আক্রমণ।

১৯৪৪ সালের এই দিনে ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।

১৯৫৬ সালের এই দিনে ফ্রান্স এবং বৃটেন,মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদেরকে মিশর থেকে সরিয়ে নেয়।

১৯৫৮ সালের এই দিনে দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬৫ সালের এই দিনে বেলজিয়াম সরকার ছয়টি কয়লাখনি বন্ধ করে দেয়।

১৯৭১ সালের এই দিনে কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।

১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ।

১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।

১৯৮৬ সালের এই দিনে কথাশিল্পী সরদার জয়েন উদ্দীনের ইন্তেকাল।

১৯৮৬ সালের এই দিনে সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।

১৯৮৭ সালের এই দিনে চীনের দাবা মাস্টার সিয়ে সিয়াসুয়েন মৃত্যুবরণ করেন ।

১৯৮৮ সালের এই দিনে স্কটল্যান্ডের লকারবিতে প্যান আমেরিকান জাম্বো জেট বিমান বিধ্বস্ত। ২৫৯ জন নিহত।

১৯৮৯ সালের এই দিনে রুমানিয়ার রাষ্ট্রপতি চসেস্কু ক্ষমতাচ্যুত হন।

১৯৮৯ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৬৯] আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকেটের মৃত্যু।

১৯৯২ সালের এই দিনে চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল গনেশ ঘোষের মৃত্যু।

১৯৯৩ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।

১৯৯৫ সালের এই দিনে ইসরাইলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।

১৯৯৫ সালের এই দিনে কমিউনিষ্ট নেতা আবদুল হকের ইন্তেকাল।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT