১৭৯৩ সালের এই দিনে ফ্রান্স-এর হাত থেকে মেইনজ পুনরুদ্ধার করে প্রুশিয়া ।
১৭৯৭ সালের এই দিনে কায়রো শহরে নেপোলিয়ানের সেনারা ঢুকে এই শহরকে ফরাশিদের করতলগত করে।
১৮২৯ সালের এই দিনে আমেরিকাতে উইলিয়াম অস্টিন বার্ড টাইপরাইটারের পূর্বসুরী টাইপোগ্রাফার পেটেন্ট করেন।
১৮৮১ সালের এই দিনে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
১৮৯৩ সালের এই দিনে ‘বঙ্গীয় সাহিত্য পরিষদে’র আদিরূপ ‘বেঙ্গল অ্যাকাদেমি অব লিটারেচার’ প্রতিষ্ঠিত হয়।
১৯০০ সালের এই দিনে প্রথম প্যান-আফ্রিকা সম্মেলনের আয়োজন করা হয়।
১৯০৩ সালের এই দিনে ফোর্ড মোটরগাড়ি কোম্পানি ডেট্রয়েটে প্রথম গাড়ি বিক্রি করেছে।
১৯১৪ সালের এই দিনে সার্বিয়াকে চরমপত্র দেয় অস্ট্রিয়া।
১৯২১ সালের এই দিনে চীনের কমিউনিস্ট পার্টির প্রথম প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
১৯২৩ সালের এই দিনে মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের নতুন লোজান চুক্তি (Traité de Lausanne) স্বাক্ষরিত হয়।
১৯২৭ সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বোম্বাইয়ে ভারতের প্রথম বেতার সম্প্রচার শুরু করে।
১৯৩৪ সালের এই দিনে ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে।
১৯৪২ সালের এই দিনে বুলগেরিয়ার কবি ও সমাজতান্ত্রিক নিকোলা ভ্যাপসারভকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয়।
১৯৪২ সালের এই দিনে ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।
১৯৫২ সালের এই দিনে জেনারেল মহম্মদ নেগুইবের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে মিশরের রাজা ফারুক ক্ষমতাচ্যুত হন।
১৯৯২ সালের এই দিনে জর্জিয়ার কাছ থেকে আবখাইজয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯৫ সালের এই দিনে হেল-বপ ধূমকেতু আবিস্কার হয়। পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দৃশ্যমান হয়।
২০০৭ সালের এই দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়।
০৬৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম ইয়েজিদ উমাইয়া, তিনি ছিলেন খিলাফতের দ্বিতীয় খলিফা।
১৪০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিসকো প্রথম স্ফোরযা,তিনি ছিলেন ইতালিয় বিয়াঙ্কা মারিয়া ভিস্কোন্টির স্বামী।
১৮০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হরচন্দ্র ঘোষ, তিনি ছিলেন উনিশ শতকের বাঙালি জজ।
১৮৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আয়াতুল্লাহ সাদরুদ্দিন সাদর, তিনি ছিলেন ইরাকের বিখ্যাত আলেমে দ্বীন।
১৮৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমিল জানিংস, তিনি ছিলেন সুইস জার্মান অভিনেতা ও প্রযোজক।
১৮৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বাল গঙ্গাধর তিলক, তিনি ছিলেন ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী ও স্বাধীনতা কর্মী ছিলেন।
১৮৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেমন্ড শ্যান্ডলার, তিনি ছিলেন আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাইলে সেলাসিয়ে, তিনি ছিলেন ইথিওপিয়ার সম্রাট।
১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুস্তাভ হেইনেমান্, তিনি ছিলেন জার্মান আইনজীবী, রাজনীতিবিদ ও পশ্চিম জার্মানি ৩য় প্রেসিডেন্ট।
১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়েট ব্র্যান্ডনসান, তিনি ছিলেন সুইস লেখক ও ইতিহাসবিদ।
১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চন্দ্র শেখর আজাদ, তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী।
১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্লাদিমির প্রেলগ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ক্রোয়েশীয় রসায়নবিদ।
১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমালিয়া রডরিগুয়েজ, তিনি ছিলেন পর্তুগিজ গায়িকা ও অভিনেত্রী।
১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাজউদ্দীন আহমদ, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।
১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড রজার্স, তিনি ইতালীয় বংশোদ্ভূত ইংরেজ স্থপতি, মিলেনিয়াম মুণ্ডু ও লয়েড এর বিল্ডিং ডিজাইন।
১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সার্জিও মাটারেলা, তিনি ইতালীয় আইনজীবী, বিচারক, রাজনীতিবিদ ও ১২তম প্রেসিডেন্ট।
১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্লাইভ এডওয়ার্ড বাটলার রাইস, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ও কোচ।
১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান টার্নার, তিনি সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রাহাম অ্যালেন গুচ, তিনি ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ।
১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাজিব রাজাক, তিনি মালয়েশিয়ার রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
১৯৫৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থেও ভ্যান গখ, তিনি ছিলেন ডাচ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উডি হ্যারেলসন, তিনি আমেরিকান অভিনেতা, অনলাইন এক্টিভিস্ট ও নাট্যকার।
১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্ল্যাশ, তিনি ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান গিটারিস্ট, গীতিকার ও প্রযোজক।
১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হামিদ মীর, তিনি পাকিস্তানের সাংবাদিক।
১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ সিমুর হফম্যান, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিমেশ রেশমিয়া, তিনি ভারতীয় গায়ক, গীতিকার, প্রযোজক, অভিনেতা ও পরিচালক।
১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুরিয়া শিবকুমার, তিনি ভারতীয় অভিনেতা ও প্রযোজক।
১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়েহুডিট পোল্গার, তিনি হাঙ্গেরীয় দাবাড়ু।
১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সটিরিস ক্যরগিয়াকোস, তিনি গ্রিক ফুটবলার।
১৯৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ওয়েসলি, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার গারগানো, তিনি উরুগুয়ে ফুটবলার।
১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেসিও কেরকি, তিনি ইতালিয়ান ফুটবলার।
১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল র্যাডক্লিফ, তিনি ইংরেজ অভিনেতা।
১৭৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডোমেনিকো সচারলাটি, তিনি ছিলেন ইতালীয় বাদ্যযন্ত্রবিশেষ প্লেয়ার ও সুরকার।
১৮৭৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আইজাক সিঙ্গার, তিনি ছিলেন আমেরিকান ব্যবসায়ী ও সিঙ্গার করপোরেশনের প্রতিষ্ঠাতা।
১৮৮৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইউলিসিস এস. গ্রান্ট, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি।
১৯১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্যার উইলিয়াম রামসে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী ও স্কটিশ রসায়নবিদ।
১৯৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত, তিনি ছিলেন আইনজীবী ও রাজনীতিক।
১৯৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড লিউয়েলিন ওয়ার্ক গ্রিফিথ, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ পেটাইন, তিনি ছিলে ফ্রান্সের জেনারেল, রাজনীতিবিদ ও ১১৯ তম প্রধানমন্ত্রী।
১৯৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন করডেল্ হুল্, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান আইনজীবী ও রাজনীতিবিদ।
১৯৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জুজেপ্পে লাম্পাদুজা, তিনি ছিলেন ইতালীয় কথাসাহিত্যিক।
১৯৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মন্টোগোমারি ক্লিফট, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও চিত্রনাট্যকার।
১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি হ্যালেট ডেল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ওষুধবিজ্ঞানী ও শারীরতত্ত্ববিদ।
১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় হাসান, তিনি ছিলেন মরক্কোর বাদশা।
২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাহমুদ আলী, তিনি ছিলেন ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মুহাম্মদ জহির শাহ, তিনি ছিলেন আফগানিস্তানের শেষ বাদশাহ।
২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এময় ওয়িনেহাউস, তিনি ছিলেন ইংরেজ গায়ক ও গীতিকার।
২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দালমা পেরেইরা দিয়াস দস সান্তোস, তিনি ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার।