রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৩ ফেব্রুয়ারি, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৩-০২-২০১৭ হালনাগাদ: ০৯:২৬ am ২৩-০২-২০১৭
 
 
 


৬২৪  সালের এই দিনে ঐতিহাসিক খন্দকের যুদ্ধ সংঘটিত হয় ।

৬৬৫ সালের এই দিনে বিশিষ্ট সাহাবী আবু মুসা আশরায়ী (র:)’র ইন্তেকাল।

১৭৬৮ সালের এই দিনে হায়দ্রাবাদের নিজামের সঙ্গে চুক্তি করে কর্নেল স্মিথের ব্রিটিশ আধিপত্য বিস্তার।

১৭৯৯  সালের এই দিনে ফরাসী সেনা কমান্ডার নেপোলিয়ান বোনাপার্ট মিশর দখলের পর শ্যামে হামলা চালায় ।

১৮২১  সালের এই দিনে ইংরেজ কবি জন কিটস মৃত্যুবরণ করেন।

১৮৩১ সালের এই দিনে সাপ্তাহিক ‘সংবাদ সুধাকর’ প্রকাশিত হয়।

১৮৪০  সালের এই দিনে সম্পাদক কালী প্রসন্ন সিংহ জন্মগ্রহণ করেন।

১৮৪৮ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি জন কুইন্সি এডাম্‌স এর মৃত্যু ।

১৮৫৫ সালের এই দিনে জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী কার্ল ফ্রিড্‌রিশ গাউস মৃত্যুবরণ করেন ।

১৮৭১ সালের এই দিনে লন্ডনে ইউরোপীয় সরকারগুলোর প্রতিনিধিদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয় ।

১৮৮৬ সালের এই দিনে বিশিষ্ট রসায়নবিদ চার্লস মার্টিন হল মূল্যবান এ্যালুমিনিয়াম উৎপাদনের সুত্র আবিষ্কার করেন ।

১৮৮৭ সালের এই দিনে উচ্চমাত্রার ভূমিকম্প আঘাত করেছিল ফ্রান্সে, যাতে প্রায় ২০০০ লোক মারা যায়।

১৮৯৩ সালের এই দিনে নেতাজী সুবাস চন্দ্র বসুর জন্ম।

১৮৯৮ সালের এই দিনে একটি খোলা চিঠি লেখার দায়ে ফ্রান্সে এমিল জোলাকে কারাবাস দেওয়া হয়।

১৯১৩ সালের এই দিনে খ্যাতনামা জাদুকর পি সি (প্রতুলচন্দ্র) সরকারের জন্ম।

১৯১৩ সালের এই দিনে মেক্সিকোর পদচ্যুত রাষ্ট্রপতি ফ্রান্সিসকো মাদেরো গুলিতে নিহত।

১৯১৭ সালের এই দিনে রাশিয়ার পিটার্সবার্গে প্রথম আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারি বিদ্রোহের সূত্রপাত হয়।

১৯১৮ সালের এই দিনে সোভিয়েত লাল ফৌজের প্রতিষ্ঠা হয়।

১৯১৯ সালের এই দিনে বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী দল গঠন করে।

১৯৩৯ সালের এই দিনে বাংলার গভর্নর জেনারেল লর্ড ব্রেবোর্নের মৃত্যু।

১৯৪৫ সালের এই দিনে সোভিয়েত রুশ লেখক আলেক্সেই‌ নিকলাইয়েভিচ তল্‌স্তোয় মৃত্যুবরণ করেন ।

১৯৪৭ সালের এই দিনে আয়ুর্বেদীয় চিকিৎসক হাকীম হাবিবুর রহমানের মৃত্যু।

১৯৪৮ সালের এই দিনে পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের দাবি তোলেন ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু  প্রত্যাখ্যাত হয়েছিল ।

১৯৫২  সালের এই দিনে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মিত হয়।

১৯৫৫ সালের এই দিনে বিখ্যাত ফরাশী কবি , লেখক ,নাট্যকার এবং কূটনীতিক পল ক্লাডেল নিজে দেশে পরলোকগমন করেন ।

১৯৬৯  সালের এই দিনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে।

১৯৬৯  সালের এই দিনে গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন।

১৯৭৫  সালের এই দিনে নেত্রকোনা থেকে নির্বাচিত সংসদ সদস্য আ. খালেক গুলিতে নিহত।

১৯৭৬ সালের এই দিনে নোবেলশান্তি পুরস্কার বিজয়ী [১৯৬৮] রানে কাস্যাঁর মৃত্যু।

১৯৯১ সালের এই দিনে থাইল্যান্ডে সামরিক অথ্যুত্থান।

১৯৯৭ সালের এই দিনে স্ককল্যান্ডের ইডেনবার্গের রোর্সালন ইনস্টিটিউটের গবেষকগণ সর্বপ্রথম পূর্ণাঙ্গ ক্লোন ভেড়া ডলির জন্মের কথা প্রকাশ করেন ।

১৯৯৮ সালের এই দিনে ভারতীয় ক্রিকেট খেলোয়াড় রমন লাম্বা মৃত্যুবরণ করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT