১৪৩০ সালের এই দিনে ইংরেজরা জোয়ান অব আর্ককে গ্রেফতার করে।
১৫৬৪ সালের এই দিনে নেদারল্যান্ডস তাদের স্বাধীনতা ঘোষণা করে।
১৬১৮ সালের এই দিনে চেকের প্রোটেস্টান খৃষ্টানরা হোলি রোমান এমপ্যায়ার নামে পরিচিত রোমের ক্যাথলিক খৃস্টান সম্রাট ২য় ফ্রেডারিকের দুজন দূতকে হত্যা করে।
১৭৮৫ সালের এই দিনে মার্কিন বৈজ্ঞানিক বেনজামিন ফ্রাংকলিন একটি পত্রে তার সর্বশেষ আবিষ্কার বাইফোকাল চশমার কথা জানান।
১৮১৮ সালের এই দিনে প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়।
১৯১১ সালের এই দিনে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯১৫ সালের এই দিনে প্রথম মহাযুদ্ধে অষ্ট্রিয়া এবং হাঙ্গেরির বিরুদ্ধে ইতালি যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ সালের এই দিনে এশিয়ার প্রথম কমিউনিস্ট সংগঠন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯৩৪ সালের এই দিনে আমেরিকার ব্যাংক ডাকাত বনি্ন এবং ক্লিড পুলিশের অ্যামবুশে নিহত হয়েছিল।
১৯৪৭ সালের এই দিনে বৃটিশ মন্ত্রীসভা ভারত বিভক্ত করার ঐতিহাসিক প্রস্তাব মেনে নেয়।
১৯৮৩ সালের এই দিনে কুমারী বাচেন্দী পাল প্রথম ভারতীয় মহিলা এভারেস্ট জয় করেন।
১৯৯৩ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন করে নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালামকে সম্মানপূর্বক ডিগ্রী প্রদান করা হয়।
১৯৯৫ সালে এই দিনে প্রোগ্রামিং ভাষা জাভার প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
১৭০৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল লিনিয়াস, তিনি ছিলেন সুইডিশ উদ্ভিদবিদ, চিকিৎসক ও জীববিজ্ঞানী।
১৭৯৯ সালে এই দিনে কবি টমাস হুড জন্মগ্রহণ করেন।
১৮১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গারেট ফুলার, তিনি ছিলেন আমেরিকার সাংবাদিক ও নারীবাদী।
১৮৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অটো লিলিয়েন্থাল, তিনি ছিলেন জার্মান পাইলট ও প্রকৌশলী।
১৮৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসাবেলা ফোর্ড, তিনি ছিলেন ইংরেজ নারীবাদী।
১৮৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তুদোর আর্গেজি, তিনি ছিলেন রোমানীয় কবি।
১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডগলাস ফাইরব্যাংকস, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হার্বার্ট মার্শাল, তিনি ছিলেন ইংরেজ ও আমেরিকান অভিনেতা ও গায়ক।
১৮৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পার লাগেরকভিস্ট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ও কবি।
১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন বারডিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও প্রকৌশলী।
১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেনিস কম্পটন, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।
১৯২৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সানাউল হক, তিনি ছিলেন একজন কবি, অনুবাদক, সংস্কৃতিকর্মী, সংগঠক, শিক্ষাবিদ।
১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসুয়া লেডারবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী ও জেনেটিসিস্ট।
১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোয়ান কলিন্স, তিনি ইংরেজ অভিনেত্রী।
১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোমুলাস হুইটাকের, তিনি একজন সরীসৃপবিদ, বন্যপ্রাণ সংরক্ষণবাদী, এবং মাদ্রাজ সর্প উদ্যানের প্রতিষ্ঠাতা।
১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন নিউকম্বে, তিনি সাবেক অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়।
১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বার্নার্ড কম্রি, তিনি ব্রিটিশ ভাষাবিজ্ঞানী।
১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালান গার্সিয়া, তিনি পেরুর আইনজীবী, রাজনীতিবিদ ও ৯৩ তম প্রেসিডেন্ট।
১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আনাতোলি কারপভ, তিনি দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।
১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্রিউ কারেয়, তিনি আমেরিকান অভিনেতা ও গেম শো হোস্ট।
১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্রেইম অ্যাশলে হিক, তিনি জিম্বাবুয়ের বংশোদ্ভূত ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ।
১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুয়েল কিলচের, তিনি আমেরিকান গায়িকা, গীতিকার, গিটারবাদক, অভিনেত্রী ও কবি।
১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থেওফানিস গেকাস, তিনি গ্রিক ফুটবলার।
১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুগো আলমেইডা, তিনি পর্তুগিজ ফুটবলার।
১৯৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেনা মেয়ার-ল্যান্ডরুট, তিনি জার্মান গায়ক ও গীতিকার।
১১২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পঞ্চম হেনরি, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৫২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ইসমাইল, তিনি ছিলেন ইরানের শাসক।
১৮৫৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওগুস্তাঁ লুই কোশি, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।
১৮৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিওপোল্ড ফন রাঙ্কে, তিনি ছিলেন জার্মান ইতিহাসবিদ ও শিক্ষাবিদ।
১৯০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরিক ইবসেন, তিনি ছিলেন একজন নরওয়েজীয় নাট্যকার যিনি আধুনিক বাস্তবতাবাদী নাটকের সূত্রপাত করেছেন।
১৯৩০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন ভারতের বিশিষ্ট ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ।
১৯৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ডেভিড রকফেলার, তিনি ছিলেন মার্কিন ধনকুবের ও শিল্পপতি।
১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হাইনরিখ লুইটপোল্ট হিমলার, তিনি ছিলেন জার্মান সেনাপতি, রাজনীতিবিদ ও মন্ত্রী।
১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ ক্লাউড, তিনি ছিলেন ফরাসি প্রকৌশলী ও নিয়ন আলোর উদ্ভাবক।
২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রোহ মু-হুন, তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার সৈনিক ও রাজনীতিক, দক্ষিণ কোরিয়ার নবম প্রেসিডেন্ট।
২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ মউস্টাকি, তিনি ছিলেন মিশরীয় বংশোদ্ভূত ফরাসি গায়ক, গীতিকার ও গিটার।
২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ফর্ব্স ন্যাশ জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান গণিতবিদ ও শিক্ষাবিদ।