রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৪ ডিসেম্বর, এই দিনে
প্রকাশ: ০৮:০০ am ২৪-১২-২০১৬ হালনাগাদ: ১০:১০ am ২৪-১২-২০১৬
 
 
 


৬৫৭ সালের এই দিনে সাহাবী হযরত হুজাইফা (রা.) ইন্তেকাল করেন ।

১২৫৮ সালের এই দিনে হালাকু খান কর্তৃক আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা, আব্বাসীয় রাজত্বের অবসান ।

১৫২৪ সালের এই দিনে পর্তুগীজ নাবিক ও পর্যটক ভাস্কো-দা-গামা মৃত্যুবরণ করেন।

১৮০১ সালের এই দিনে ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।

১৮২২ সালের এই দিনে ইংরেজ কবি ও সমালোচক ম্যাথু আর্নল্ডের জন্ম।

১৮৬৫ সালের এই দিনে ব্রিটিশ লেখক ও চিত্রশিল্পী চার্লস লকের মৃত্যু।

১৮৮১ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৫৬] স্প্যানিশ কবি হুয়ান রামন হিমানাসের জন্ম।

১৮৮২ সালের এই দিনে বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটনের জন্ম।

১৮৮৬ সালের এই দিনে একাডেমি পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক মাইকেল কার্টিজ জন্মগ্রহন করেন ।

১৮৯১ সালের এই দিনে পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের জন্ম।

১৮৯৪ সালের এই দিনে কলকাতায় প্রথম মেডিক্যাল সম্মেলন হয়।

১৯০০ সালের এই দিনে লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৯০১ সালের এই দিনে বিখ্যাত সোভিয়েত লেখক ফাডেয়েফের জন্ম হয়।

১৯২৪ সালের এই দিনে ভারতীয় সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি জন্মগ্রহন করেন ।

১৯২৬ সালের এই দিনে বাংলাদেশের রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান জন্মগ্রহন করেন।

১৯৪৩ সালের এই দিনে বিখ্যাত বাঙালি গীতিকার অজয় ভট্টাচার্য মৃত্যুবরণ করেন।

১৯৫১ সালের এই দিনে ইতালির অধীন থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। রাজা প্রথম ইডিস সিংহাসনে সমাসীন হন।

১৯৫২ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী জন্মগ্রহন করেন।

১৯৫৩ সালের এই দিনে দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ।

১৯৫৬ সালের এই দিনে ভারতীয় অভিনেতা ও প্রযোজক অনিল কাপুর জন্মগ্রহন করেন।

১৯৭১ সালের এই দিনে পুয়ের্তো রিকান গায়ক রিকি মার্টিন জন্মগ্রহন করেন।

১৯৭৩ সালের এই দিনে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ।

১৯৮৫ সালের এই দিনে আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি ফেরহাত আব্বাস মৃত্যুবরণ করেন।

১৯৮৬ সালের এই দিনে সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।

১৯৯৯ সালের এই দিনে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কৌভে ডেমুরভিল্লে প্যারিসে মারা যান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

১৯৯৯ সালের এই দিনে ব্রাজিলের চার-তারকাবিশিষ্ট সামরিক জেনারেল ও সাবেক রাষ্ট্রপতি হুয়াঁউ বাতিস্তা দি ওলিভেইরা ফিগেইরেদু মৃত্যুবরণ করেন ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT