মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৪ সেপ্টেম্বর, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৪-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:২৫ am ২৪-০৯-২০১৭
 
 
 


১৭২৬ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।

১৭৮৯ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়।

১৭৮৯ সালের এই দিনে যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা।

১৮০৫ সালের এই দিনে ফরাসী সম্রাট নেপোলিয়ান বেনাপোর্ট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন।

১৮৪১ সালের এই দিনে ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।

১৯১৯ সালের এই দিনে বঙ্গোপসগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিংহ জেলা সম্পূণর্রূপে বিধ্বস্ত হয়।

১৯৩২ সালের এই দিনে বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপিয় কাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহবান রেখে আত্মহত্যা করেন।

১৯৩২ সালের এই দিনে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।

১৯৩৯ সালের এই দিনে জার্মানীর বিমান বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ার্শতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে।

১৯৪৮ সালের এই দিনে হোন্ডা কম্পানি প্রতিষ্ঠিত হয়।

১৯৬০ সালের এই দিনে আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (আইডিএ) গঠিত হয়।

১৯৬৮ সালের এই দিনে সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।

১৯৭৪ সালের এই দিনে আফ্রিকার দেশ গিনি বিসাও পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে ।

১৯৯০ সালের এই দিনে সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় প্রদান করে।

২০০৭ সালের এই দিনে ভারতীয় ক্রিকেট দল টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

১৫০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিরোলামো কার্দানো, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ, চিকিৎসক ও জ্যোতিষী।

১৫৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুরু রাম দাস, তিনি ছিলেন শিখধর্মের দশ শিখ গুরুর  চতুর্থ গুরু।

১৫৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম অ্যাডামস, তিনি ছিলেন ইংরেজ নাবিক ও ন্যাভিগেটর।

১৬২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহান ডে ওয়িট, তিনি ছিলেন ডাচ গণিতবিদ ও রাজনীতিবিদ।

১৭১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হোরেস ওয়ালপলে, ইংরেজ ইতিহাসবিদ, লেখক ও রাজনীতিবিদ।

১৭৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন মার্শাল, তিনি ছিলেন আমেরিকান ক্যাপ্টেন, আইনজ্ঞ ও রাজনীতিবিদ।

১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আঁদ্রে ফ্রেডেরিক কউরনান্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি চিকিৎসক ও শারীরবিজ্ঞানী।

১৮৯৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাওয়ার্ড ফ্লোরি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান হাওয়ার্ড ফ্লোরি ও জীববিজ্ঞানী।

১৯০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেভেরো অক্ষা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক ও বায়োকেমিস্ট।

১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যানফ্রেড ওয়রনের, তিনি ছিলেন জার্মান রাজনীতিক ও কূটনীতিক, ন্যাটোর ৭ম মহাসচিব।

১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মহিন্দর অমরনাথ, তিনি ভারতীয় সাবেক টেস্ট ক্রিকেটার এবং বর্তমানে ক্রিকেট বিশ্লেষক হিসেবে পরিচিত ব্যক্তিত্ব।

১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিশুক মুনীর, তিনি ছিলেন বাংলাদেশ টেলিভিশন সাংবাদিকতার রূপকার ও বিশিষ্ট চিত্রগ্রাহক।

১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যাসি জনসন, তিনি ছিলেন আমেরিকান মডেল, অভিনেত্রী ও লেখক।

১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাথু কোলনি, তিনি ইংরেজি ফুটবল।

১০৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হারমান রেইচেনাউ, তিনি ছিলেন জার্মান সুরকার, গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।

১৪৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পলিযিয়ানো, তিনি ছিলেন ইতালীয় কবি ও পণ্ডিত।

১৫৪১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পারাচেলসুস, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত সুইস চিকিৎসক, উদ্ভিদবিদ ও রসায়নবিদ।

১৮০২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার রাডিসচেভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক ও সমালোচক।

১৮৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নানা সাহেব, তিনি ছিলেন সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা।

১৮৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দুদু মিয়া (মোহসীন উদ্দীন), তিনি ছিলেন ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী।

১৯০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিলস্‌ রাইবার্গ ফিনসেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফ্যারো বংশোদ্ভূত ডেনিশ চিকিৎসক ও লেখক।

১৯২৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম পিয়ারসন, তিনি ছিলেন রবীন্দ্র সাহিত্যের অনুবাদক।

১৯২৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গোকুলচন্দ্র নাগ, তিনি ছিলেন কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।

১৯৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্নাহুতিদানকারী বাঙালি নারী।

১৯৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিস মুরিয়েল উইলিয়ামসন, তিনি ছিলেন ইংরেজ লেখক।

১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সারাহ চার্চিল, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী ও ড্যান্সার।

১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শামসুল হুদা পাঁচবাগী, তিনি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আলেম, সমাজ সংস্কারক ও জমিদারদের শোষণ বিরোধী বিপ্লবী।

১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিল হ্যামিলটন, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।

২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নেলয় আরকান, তিনি ছিলেন কানাডিয়ান লেখক।

২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টোফার হগউড, ইংরেজ বাদ্যযন্ত্র প্লেয়ার ও প্রাচীন সঙ্গীত একাডেমীর প্রতিষ্ঠাতা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT