শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৫ জানুয়ারি, এই দিনে
প্রকাশ: ০৮:০০ am ২৫-০১-২০১৭ হালনাগাদ: ০৯:৩১ am ২৮-০১-২০১৭
 
 
 


১৮২৪ খ্রিস্টাব্দের এই দিনে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম।

১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে রাজনীতিবিদ ও সমাজসেবক অশ্বিনীকুমার দত্তের জন্ম।

১৮৭৪ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক ও নাট্যকার সমারসেট মমের জন্ম।

১৮৮২ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত ইংরেজ মহিলা কথাশিল্পী ভার্জিনিয়া উলফের জন্ম।

১৮৯০ খ্রিস্টাব্দের এই দিনে নেলি ব্লে তার বিশ্বভ্রমণ শেষ করেন, সময় লেগেছিল ৭২ দিন।

১৯১৫ খ্রিস্টাব্দের এই দিনে আলেকজান্ডার গ্রাহামবিল ইউএস ট্রান্সকন্টিনেন্টাল টেলিফোন সার্ভিস উদ্বোধন করেন। নিউ ইয়র্ক থেকে কথা বলেন সানফ্রান্সিসকোতে টমাস ওয়াস্টনের সঙ্গে।

১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে বলশেভিক রুশিয়া থেকে আলাদা হয়ে।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে লিগ অব ন্যাশনস্-এর প্রতিষ্ঠা হয় এই দিনে।

১৯৫৪ খ্রিস্টাব্দের এই দিনে মার্কসবাদী নেতা এমএন রায়ের (মানবেন্দ্রনাথ) মৃত্যু।

১৯৫৫ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যুদ্ধ বন্ধ করে।

১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে চতুর্থ সংশোধনী পাস করে বাংলাদেশে সংসদীয় পদ্ধতির বদলে রাষ্ট্রপতি পদ্ধতির সরকার কায়েম হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম নায়ক অনন্ত সিংয়ের মৃত্যু।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT