বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৫ জুলাই, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৫-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:৩৮ am ২৫-০৭-২০১৭
 
 
 


১৫৮১ সালে এই দিনে হল্যান্ডের ৭টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৭৯৯ সালে এই দিনে আবুকিরের কাছে তুর্কিরা নেপোলিয়নের কাছে পরাস্ত হয়।
১৮১৪ সালে এই দিনে জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন।
১৮৪৮ সালে এই দিনে অস্ট্রিয়া ও ইতালির মধ্যে প্রথম কুস্তোৎসার যুদ্ধ সংঘটিত হয়।

১৮৯৪ সালে এই দিনে চীন ও জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয়।
১৯৪৩ সালে এই দিনে মুসোলিনকে পদত্যাগে বাধ্য করে ইতালিতে ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়।

১৯৩৮ সালে এই দিনে ফিলিস্তিনের জনাকীর্ণ বাজারে দুটি পৃথক বোমা বিস্ফোরণে ৬২ জন বেসামরিক ফিলিস্তিনী নিহত ও প্রায় এক’শ জন আহত হয়।

১৯৫৭ সালে এই দিনে ন্যাশনাল আওয়ামী পার্টি [ন্যাপ] গঠিত হয়।

১৯৭৮ সালে এই দিনে মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রণ শিশুর জন্ম হয়।

১৯৪৬ সালে এই দিনে প্যারিসে এক ফ্যাশন শোতে প্রথম বিকিনি প্রদর্শিত হয়।

১৯৯৩ সালে এই দিনে দখলদার ইসরাইলী বাহিনী লেবাননে প্রচন্ড হামলা চালায়।

১৭৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেবিড ডগলাস, তিনি ছিলেন স্কটিশ উদ্ভিদবিদ।

 ১৮৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিম করবেট, তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত আইরিশ শিকারী, পরিবেশবিদ ও লেখক।

১৮৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রানী এলিজাবেথ, তিনি ছিলেন বেলজিয়ামের রানী।

১৮৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার ব্রেনান, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৮৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গাভ্রিলো প্রিন্সিপ, তিনি ছিলেন অস্ট্রিয়া বংশোদ্ভূত হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্ত্স ফার্দিনান্দ ও তাঁর স্ত্রীর আততায়ী।

১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ মনোজ বসু, তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালী সাহিত্যিক।

১৯০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইলিয়াস কানেটি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বুলগেরিয়ান সুইস লেখক ও নাট্যকার।

১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোজালিন্ড ফ্রাঙ্কলিন, তিনি ছিলেন ইংরেজ ভৌত রসায়নবিদ ও ক্রিস্টালবিদ।

১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আদনান কহাসোগি, তিনি সৌদি আরব ব্যবসায়ী।

১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্লেন মার্কাট, তিনি ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান স্থপতি ও শিক্ষাবিদ।

১৯৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ, তিনি বাংলাদেশের বহুমুখী প্রতিভার অধিকারী একজন সমাজসংস্কারক, শিক্ষাবিদ ও সাহিত্যিক।

১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডুয়ার্ডো সউটো ডে মউরা, তিনি পর্তুগিজ স্থপতি ও এস্তাদিও মিউনিসিপাল ডি ব্রাগারের পরিকল্পনাকারী।

১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইমান, তিনি সোমালী বংশোদ্ভূত ইংরেজ মডেল ও অভিনেত্রী।

১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থুরস্টোন মুর, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক।

১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাট লেব্লাঞ্চ, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিফাত বিন সাত্তার, তিনি গ্র্যান্ডমাস্টার খেতাব বিজয়ী বাংলাদেশী দাবাড়ু।

১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন য়ুইচি কোমানো, তিনি জাপানি ফুটবলার।

১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গিভানিল্ডো ভিয়েরা ডি সুজা (তবে বিশ্ব ফুটবল অঙ্গনে ‘হাল্ক’ নামেই তিনি সমধিক পরিচিত), তিনি ব্রাজিলিয়ান ফুটবল।

১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফার্নেন্ডো, তিনি ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পাউলিনহো, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার।

০৩০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কন্সটান্টিউস চলোরুস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৭৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আঁদ্রে চেনিয়ের, তিনি ছিলেন ফরাসি কবি।

১৮৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্যামুয়েল টেইলর কোলরিজ, তিনি ছিলেন ইংরেজ দার্শনিক, কবি ও সমালোচক।

১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এঙ্গেল্বেরট ডোলফুস, তিনি ছিলেন অস্ট্রিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম চ্যান্সেলর।

১৯৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন থিবাউডেয়াউ রিনফ্রেট, তিনি ছিলেন কানাডিয়ান আইনজীবী ও আইনজ্ঞ ৯ তম প্রধান বিচারপতি।

১৯৭৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুই সেন্ট লরেন্ট, তিনি ছিলেন কানাডিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী।

১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভ্লাদিমির ভ্যসোটস্কাই, তিনি ছিলেন রাশিয়ান গায়ক, গীতিকার, গিটারবাদক ও অভিনেতা।

২০০২ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, প্রাবন্ধিক, গবেষক, ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান ইন্তেকাল করেন।

২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন সচলেসিঙ্গের, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এন মাহফুজা খাতুন বেবী মওদুদ, তিনি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য।

২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইউকোচিং মারমা, তিনি ছিলেন পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে একমাত্র বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT