রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৫ ফেব্রুয়ারি, এই দিনে
প্রকাশ: ০৭:০০ am ২৫-০২-২০১৭ হালনাগাদ: ১০:৩০ am ২৫-০২-২০১৭
 
 
 


আজ পিলখানা সেনা হত্যা দিবস।

১৫৮৬  সালের এই দিনে সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।

১৬৪৩ সালের এই দিনে তুরস্কের সুলতান দ্বিতীয় আহমেদের জন্ম ।

১৭১৩ সালের এই দিনে প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডরিকের মৃত্যু ।

১৭৫৩ সালের এই দিনে বৃটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিস্কার করেন।

১৭৭৪ সালের এই দিনে ক্রিকেট খেলার আইন-কানুন সূত্রবদ্ধ হয়।

১৭৭৮  সালের এই দিনে আর্জেন্টিনা, চিলি ও পেরুর মুক্তি আন্দোলনের পুরোধা জোসে দ্য সান মার্টি জন্মগ্রহণ করেন।

১৮৪৭ সালের এই দিনে স্টেট ইউনিভার্সিটি অব আইওয়া প্রতিষ্ঠিত হয় ।

১৮৬২  সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।

১৮৬৬  সালের এই দিনে ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে মৃত্যুবরণ করেন।

১৮৯৯ সালের এই দিনে রয়টার সংবাদ সংস্থার জনক পল জুলিয়াসের মৃত্যু।

১৯০৮ সালের এই দিনে হাডসন নদীর নিচ দিয়ে প্রথম টানেল খুলে দেওয়া হয় ।

১৯২৬ সালের এই দিনে ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ফ্রান্সের জেনারেল মনোনীত হন ।

১৯৩৩ সালের এই দিনে জাপান লীগ অফ নেশনস্ পরিত্যাগ করে।

১৯৩৮ সালের এই দিনে লর্ড হ্যালিফ্যাঙ্ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হন ।

১৯৪৫ সালের এই দিনে মার্কিন বিমান টোকিও আক্রমণ করে ।

১৯৫৪ সালের এই দিনে সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে গণ-বিদ্রোহ শুরু হয়।

১৯৫৬ সালের এই দিনে ইরানের বিখ্যাত শিক্ষাবিদ ও কবি আলী আকবর দেহখোদা ইন্তেকাল করেন।

১৯৫৭  সালের এই দিনে কবি সুনির্মল বসু পরলোকগমন করেন।

১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার স্বীকৃতি দান।

১৯৭৭ সালের এই দিনে কুমিল্লার ময়নামতিতে ১৩শ’ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান লাভ।

১৯৮১ সালের এই দিনে দক্ষিণ কোরীয় ফুটবল খেলোয়াড় পার্ক জি-সুং জন্মগ্রহন করেন ।

১৯৮৩  সালের এই দিনে নাট্যকার টেনেসি উইলিয়াম মৃত্যুবরণ করেন।

১৯৮৬ সালের এই দিনে ফিলিপাইনের রাষ্ট্রপতি নির্বাচিত হন কোরাজন অ্যাকুইনো।

১৯৮৬ সালের এই দিনে ফিলিপাইনের স্বৈরাচারি শাসক ও ‘আজীবন প্রেসিডেন্ট’ ফার্ডিনান্ড মার্কোস সপরিবারে দেশ থেকে পালিয়ে যান।

১৯৯১ সালের এই দিনে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে ২০ হাজার ইরাকি সেনা বন্দী হয়।

১৯৯১ সালের এই দিনে ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বি ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করেন।

১৯৯৩ সালের এই দিনে ইরানের প্রখ্যাত আলেম ও ধর্মতত্ত্ববিদ আয়াতুল্লাহ মির্যা হাশেম আমোলী ইন্তেকাল করেন।

১৯৯৪ সালের এই দিনে অধিকৃত ফিলিস্তিনের আলখলিল শহরে হযরত ইব্রাহীম (আঃ)’র মাজারে একজন উগ্র ইহুদিবাদী নামাজরত রোজাদারদের ওপর গুলি চালালে ২৯ জন শহীদ এবং আরো অনেক ফিলিস্তিনী আহত হয়।

২০০৯ সালের এই দিনে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের কারণে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT