বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৬ আগস্ট , এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৬-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:০৭ am ২৬-০৮-২০১৭
 
 
 


১৩০৩ সালের এই দিনে আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিত্তরগড় দখলে নেন।

১৭৬৮ সালের এই দিনে ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।

১৭৮৯ সালের এই দিনে ফরাসী বিপ্লব বিজয় লাভের পর সেদেশের সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে।

১৮২১ সালের এই দিনে আর্জেন্টিনার বয়েন্স আয়ারেস বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।

১৮৮৩ সালের এই দিনে ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরি অগ্নুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।

১৯১৪ সালের এই দিনে ফ্রান্স ও ব্রিটেন জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে।

১৯২০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে মহিলাদের ভোটাধিকার স্বীকৃত হয়।

১৯২৭ সালের এই দিনে কলকাতায় প্রথম বেতার কেন্দ্র ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস’ চালু হয়।

১৯৪১ সালের এই দিনে উপ মহাদেশে মওলানা মওদুদীর নেতৃত্বে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়।

১৯৪৩ সালের এই দিনে আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।

১৯৫৫ সালের এই দিনে সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ করে।

১৯৭০ সালের এই দিনে সুদান সরকার সংবাদ পত্র শিল্পকে জাতীয়করণ করে।

২০০৫ সালের এই দিনে বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন।

১৬৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট ওয়ালপলে, তিনি ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৭২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোহান হাইনরিখ ল্যামবার্ট, তিনি ছিলেন সুইস গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।

১৭৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্টোইনে লাভোইসিয়ের, তিনি ছিলেন ফরাসি রসায়নবিদ ও জীববিজ্ঞানী।

১৮৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডি ফরেস্ট, তিনি ছিলেন মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক।

১৮৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গুইলাউমে আপোলিনাইরে, ইতালীয় বংশোদ্ভুত ফরাসি লেখক, কবি, নাট্যকার ও সমালোচক।

১৮৮২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ফ্রাংক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ।

১৮৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলেস রমাইন্স, তিনি ছিলেন ফরাসি লেখক ও কবি।

১৮৯৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউন পসুন, তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।

১৯০৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টোফার উইলিয়াম ব্র্যাডশ ইশারউড, ইংরেজ বংশোদ্ভুত আমেরিকান লেখক ও শিক্ষাবিদ।

১৯১০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাদার তেরেসা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী।

১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুলেস ফ্লোরেন্সিও কোর্তাজার, তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভুত আর্জেন্টিনার লেখক ও অনুবাদক।

১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রেম তিনসুলানন্দ, তিনি ছিলেন থাইল্যান্ডের জেনারেল ও প্রধানমন্ত্রী।

১৯৩৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেনেডিক্ট অ্যান্ডারসন, তিনি ছিলেন আমেরিকার রাজনৈতিক বিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইকেল গোভে, তিনি ছিলেন স্কটিশ সাংবাদিক ও রাজনীতিবিদ।

১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডওয়ার্ড উইটেন, তিনি ফিল্ড্স পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেলিসা ম্যাকার্থি, তিনি আমেরিকান অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থালিয়া, মেক্সিক্যান আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী

১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস পাইন, তিনি আমেরিকান অভিনেতা।

১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাকাউলায় কুলকিন, তিনি আমেরিকান অভিনেতা।

১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিনো বেস্ট, তিনি বার্বাডোসের সেন্ট মাইকেল এলাকায় জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটার।

১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোল ডেভিড, তিনি মালয়েশিয়ার স্কোয়াশ খেলোয়াড়।

১২৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় অটোকার, তিনি ছিলেন বোহেমিয়ার রাজা।

১৬৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফান্স হালস, তিনি ছিলেন ডাচ চিত্রশিল্পী।

১৭২৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যান্থনি ভন লিউয়েনহুক, তিনি ছিলেন ডাচ দূরবীক্ষণ ও জীববিজ্ঞানী।

১৮১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল থিওডোর কোর্নার, তিনি ছিলেন জার্মান সৈনিক ও লেখক।

১৮৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম লুই ফিলিপ, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।

১৯১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম জেম্‌স, তিনি ছিলেন মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অতুলপ্রসাদ সেন, তিনি ছিলেন বাঙালি কবি, গীতিকার ও গায়ক।

১৯৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রালফ ভাউঘান উইলিয়ামস, তিনি ছিলেন ইংরেজ সুরকার ও শিক্ষাবিদ।

১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস অগাস্টাস লিন্ডবার্গ, তিনি ছিলেন আমেরিকান পাইলট ও এক্সপ্লোরার।

১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস বুইয়ার, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভুত আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।

১৯৭৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিকা ওয়াল্টারি, তিনি ছিলেন ফিনিশ লেখক।

১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেয়র্গ ওয়িটিগ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।

১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডেরিক রেইনেস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।

২০০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লরা বরানিগান, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।

২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লাইড লিওপড ওয়ালকট, তিনি ছিলেন বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্যাস্টন থোরন, তিনি ছিলেন লুক্সেমবার্গনের রাজনীতিবিদ ও ২০তম প্রধানমন্ত্রী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT