রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৬ ফেব্রুয়ারি, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৬-০২-২০১৭ হালনাগাদ: ০৯:৪৬ am ২৬-০২-২০১৭
 
 
 


৩১৯ সালের এই দিনে চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন।

১৫৩১ সালের এই দিনে লিসবনে ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।

১৫৭৭ সালের এই দিনে সুইডেনের রাজা ষোড়শ এরিকের মৃত্যু।

১৭৯৭ সালের এই দিনে ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।

১৮০২  সালের এই দিনে প্রখ্যাত ফরাসী লেখক ভিক্টর মারি হুগো জন্মগ্রহণ করেন।

১৮৪৮ সালের এই দিনে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।

১৮৬১ সালের এই দিনে বুলগেরিয়ার জার প্রথম ফার্দিনান্দের জন্ম।

১৮৬৩ সালের এই দিনে লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন।

১৮৬৯ সালের এই দিনে রুশ বিপ্লবী ও লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া জন্মগ্রহণ করেন।

১৮৭০ সালের এই দিনে নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।

১৮৭১ সালের এই দিনে ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।

১৮৮৪ সালের এই দিনে ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৭ সালের এই দিনে রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু।

১৯০৮ সালের এই দিনে শিশু সাহিত্যিক লীলা মজুমদারের জন্ম।

১৯৩১  সালের এই দিনে কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯২১ সালের এই দিনে ইরান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৭ সালের এই দিনে ব্রিটিশ বাংলার প্রায় সওয়া ২ লাখ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু।

১৯৫২ সালের এই দিনে ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।

১৯৬৯ সালের এই দিনে রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোল টেবিল বেঠক।

১৯৭৩ সালের এই দিনে নরওয়েজীয় ফুটবলার ওলে গানার সলশেয়ার জন্মগ্রহন করেন।

১৯৮০ সালের এই দিনে ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৯৮৬ সালের এই দিনে ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিল্পী গোলাম মোহসিন বানান ইন্তেকাল করেন।

১৯৮৭ সালের এই দিনে জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস।

১৯৯১ সালের এই দিনে উপসাগরীয় যুদ্ধের অবসান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT