রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৭ ফেব্রুয়ারি, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৭-০২-২০১৭ হালনাগাদ: ০৯:১৭ am ২৭-০২-২০১৭
 
 
 


২৮০ সালের এই দিনে রোমক সম্রাট কনস্টানটাইন দ্য গ্রেটের জন্ম।

১৫০৯ সালের এই দিনে ব্রাজিলের ওপর পর্তূগালের দীর্ঘমেয়াদী কর্তৃত্ব শুরু হয়।

১৫৫৭ সালের এই দিনে লন্ডনে রাশিয়ার দূতাবাস কাজ শুরু করে।

১৫৯৪ সালের এই দিনে চতুর্থ হেনরি ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৬৫৯ সালের এই দিনে হার্ভার্ড কলেজের প্রথম সভাপতি হেনরি ডানস্টেরের মৃত্যু।

১৭০১ সালের এই দিনে পোলান্ড ও সুইডেনের মধ্যে ৬ দিনের যুদ্ধ সংঘটিত হয় ।

১৭৭৬  সালের এই দিনে স্কট চিত্রশিল্পী জর্জ ম্যামসনের মৃত্যু।

১৮০৩ সালের এই দিনে ভারতের বোম্বেতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে ।

১৮০৭  সালের এই দিনে কবি লংফেলো জন্মগ্রহণ করেন।

১৮৩২ সালের এই দিনে সাংবাদিক আলফ্রেড পোলার্ড এডওয়ার্ডের জন্ম ।

১৮৩৪  সালের এই দিনে প্রাবন্ধিক সমালোচক ও কবি চার্লস ল্যাম্প মৃত্যুবরণ করেন।

১৮৪৪ সালের এই দিনে ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর হাইতির দখলদারিত্বের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে।

১৮৫৪ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঝাঁসি দখল।

১৮৫৮ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে।

১৮৬৫ সালের এই দিনে মিসৌরিতে গৃহযুদ্ধ শুরু হয় ।

১৮৭৪ সালের এই দিনে ব্রিটেনে প্রথম বেসবল খেলা শুরু হয়।

১৮৮১ সালের এই দিনে ওলন্দাজ গণিতবিদ লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার এর জন্ম।

১৯০০ সালের এই দিনে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠা।

১৯১২  সালের এই দিনে ইংরেজ ঔপন্যাসিক ও কবি লরেন্স ডারেলের জন্ম।

১৯৩৩ সালের এই দিনে কমিউনিস্ট ষড়যন্ত্রের অজুহাতে জার্মান নাৎসিরা রাইখস্টাগে অগ্নিসংযোগ করে।

১৯৩৬  সালের এই দিনে সোভিয়েত বিজ্ঞানী ইভান পাভলভ মৃত্যুবরণ করেন।

১৯৩৯  সালের এই দিনে রুশ বিপ্লবী ও লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া মৃত্যুবরণ করেন।

১৯৩৯ সালের এই দিনে ব্রিটেন ও ফ্রান্স স্পেনের জেনারেল ফ্রাংকোর গণবিরোধী সরকারকে স্বীকৃতি দেয়।

১৯৪০ সালের এই দিনে ভারতীয় চিত্রশিল্পী ভি বিশ্বনাধন জন্মগ্রহন করেন।

১৯৪০  সালের এই দিনে জার্মান স্থপতি পিটার বারনেসের মৃত্যু।

১৯৪২ সালের এই দিনে জাপানী জঙ্গী বিমানগুলো মিত্র বাহিনীর জাহাজগুলোর ওপর বোমা বর্ষণ শুরু করে।

১৯৬৭ সালের এই দিনে মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর।

১৯৭৩  সালের এই দিনে বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।

১৯৯১ সালের এই দিনে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের ৫ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত এবং এই   নির্বাচনে বিএনপি জয়লাভ করে।

২০০২ সালের এই দিনে ভারতের গুজরাটে   হিন্দু কট্টরপন্থীদের বহনকারী ট্রেনে উগ্রবাদীদের অগ্নিসংযোগ। দগ্ধ হয়ে ১৫টি শিশুসহ ৭০ জনের মত নিহত।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT