রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৮ ডিসেম্বর, এই দিনে
প্রকাশ: ০৯:০৫ am ২৮-১২-২০১৬ হালনাগাদ: ০৯:০৭ am ২৮-১২-২০১৬
 
 
 


১৩০৮ সালের এই দিনে জাপান সম্রাট হানুজোনোর শাসন শুরু হয়।

১৬৩৫ সালের এই দিনে ইংল্যান্ডের রাজকুমারী এলিজাবেথের জন্ম।

১৬৯৪ সালের এই দিনে ইংল্যান্ডের রানি দ্বিতীয় মেরির মৃত্যু।

১৮২৮ সালের এই দিনে জাপানের এবিগোতে ভূমিকম্পে ত্রিশ হাজার লোকের প্রাণহানি।

১৮৩৬ সালের এই দিনে স্পেন মেক্সিকোকে স্বীকৃতি দেয়।

১৮৩৬ সালের এই দিনে সাউথ অস্ট্রেলিয়া এবং এডিলেড প্রতিষ্ঠিত হয় ।

১৮৫০ সালের এই দিনে রেঙ্গুনে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।

১৮৫৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি উড্রো উইল্‌সন জন্মগ্রহন করেন।

১৮৫৯ সালের এই দিনে ব্রিটিশ ঐতিহাসিক লর্ড মেকলের মৃত্যু।

১৮৮৫ সালের এই দিনে বোম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়।

১৮৮৯ সালের এই দিনে শিক্ষাবিদ স্যার এ. এফ. রহমানের জন্ম।

১৮৯৫ সালের এই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথম বাণিজ্যিকভাবে চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিলো।

১৯০৩ সালের এই দিনে হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ জন ভন নিউম্যান জন্মগ্রহন করেন।

১৯০৪ সালের এই দিনে লন্ডনে প্রথম বেতারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।

১৯০৮ সালের এই দিনে ভূমিকম্পে সিসিলির মেসিলা শহর পুরোপুরি ধ্বংস হয় এবং ৩৮ হাজারেরও বেশী লোক নিহত হয়।

১৯১০ সালের এই দিনে ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।

১৯২১ সালের এই দিনে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল উদ্বোধন।

১৯২৫ সালের এই দিনে রুশ কবি সের্গেই ইয়েসেনিনের মৃত্যু।

১৯২৭ সালের এই দিনে ইউনানী চিকিত্সক হেকিম আজমল খাঁর মৃত্যু।

১৯৩৬ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক রাজিয়া খান মৃত্যুবরণ করেন।

১৯৩৭ সালের এই দিনে ভারতীয় শিল্পপতি রতন টাটা জন্মগ্রহন করেন।

১৯৪১ সালের এই দিনে পাকিস্তানের ক্রিকেটার ইন্তেখাব আলমের জন্ম।

১৯৪৪ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবন-রসায়নবিজ্ঞানী ক্যারি মুলিস জন্মগ্রহন করেন।

১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সিপাহী মো. হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ শহীদ হন।

১৯৭৩ সালে এই দিনে আলেকজান্ডার সোলঝেনিৎসিনের বিখ্যাত ৩ খন্ডের উপন্যাস গুলাগ আর্কিপিলেগোর প্রথম খন্ড প্যারিসে প্রকাশিত হয়েছিলো।

১৯৮৪ সালের এই দিনে ত্রিশটি সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার কর্তৃক ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ।

১৯৯৩ সালের এই দিনে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক আব্দুর জব্বার খান-এর ইন্তেকাল।

২০০৪ সালের এই দিনে খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক সুসান সনট্যাগ মৃত্যুবরণ করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT