শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২৮ মার্চ, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ২৮-০৩-২০১৭ হালনাগাদ: ১০:৪৭ am ২৮-০৩-২০১৭
 
 
 


১৬৪৫ খ্রিস্টাব্দের এই দিনে সপ্তম শিখগুরু হরগোবিন্দর মৃত্যু।

১৮০০ খ্রিস্টাব্দের এই দিনে আইরিশ পার্লামেন্টে ইংল্যান্ডের সঙ্গে সংযুক্তির আইন অনুমোদিত হয়।

১৮০৯ খ্রিস্টাব্দের এই দিনে ব্যাটল অব মেডেলিনে ফ্রান্স স্পেনকে পরাজিত করে।

১৮২২ খ্রিস্টাব্দের এই দিনে উর্দু ভাষায় প্রথম ভারতীয় সংবাদপত্র সাপ্তাহিক ‘জাম-ই-জাহান জুমা’ প্রকাশিত হয়।

১৮৫৪ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়।

১৮৬৮ খ্রিস্টাব্দের এই দিনে রুশ সাহিত্যিক মাক্সিম গোর্কির জন্ম ।

১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক স্যার সৈয়দ আহমদের মৃত্যু।

১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে কনস্টান্টিনোপলের নাম ইস্তাম্বুল ও অ্যাঙ্গোরার নাম আঙ্কারা করা হয়।

১৯৩১ খ্রিস্টাব্দের এই দিনে স্পেনের জেনারেল ফ্লাঙ্কোর ক্ষমতা দখল।

১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী পেরুর লেখক মারিও ভার্গাস ইয়োসা জন্মগ্রহণ করেন।

১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে জাপান নানকিংয়ে চীন প্রজাতন্ত্রের পুতুল সরকার গঠন।

১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে প্রায় তিন বছর যুদ্ধের পর স্পেনের গৃহযুদ্ধের পরিসমাপ্তি ঘটে।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ মহিলা ঔপন্যাসিক ও সমালোচক ভার্জিনিয়া উলফের মৃত্যু।

১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে নেতাজী সুভাসচন্দ্র বসু কলকাতা থেকে গোপনে বার্লিন পৌঁছেন।

১৯৪২ খ্রিস্টাব্দের এই দিনে রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন।

১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে তুরস্কে ৭.২ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়।

১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের পেনিসেলভিয়া অঙ্গরাজ্যের অবস্থিত থ্রি মাইল আইল্যান্ডের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দুঘর্টনা ঘটেছিলো।

১৯৮৫ খ্রিস্টাব্দের এই দিনে রুশ চিত্রশিল্পী মার্ক শাগালের মৃত্যু।

২০০১ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কিয়াটো প্রোটোকল থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করে নেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT