রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
২ মার্চ, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ০২-০৩-২০১৭ হালনাগাদ: ০৯:৪৯ am ০২-০৩-২০১৭
 
 
 


৬৫৪ সালের এই দিনে রাসুলে করিম সা: এর সাহাবী আবুজর গিফারী ইন্তেকাল করেন।

৬৮০  সালের এই দিনে মহনবী সা: এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন আ: এর শাহাদাতের পর তার সন্তান সন্ততিসহ অন্যদের বন্দী অবস্থায় কুফায় প্রেরণ করা হয় ।

১৫২৫ সালের এই দিনে হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেয় ।

১৭৯১ সালের এই দিনে পদ্ধতিবাদের জনক জন ওয়েসলির মৃত্যু।

১৮০১ সালের এই দিনে স্পেন ও পর্তুগালের মধ্যে ‘কমলন যুদ্ধ’ শুরু।

১৮৪৫  সালের এই দিনে অভিধানকার ও পণ্ডিত রামচন্দ্র বিদ্যাবাগীশের মৃত্যু।

১৮৪৭ সালের এই দিনে টেলিফোনের আবিষ্কারক গ্রাহামবেলের জন্ম।

১৮৫৫ সালের এই দিনে রুশ জার দ্বিতীয় নিকোলাসের মৃত্যু।

১৮৯৬ সালের এই দিনে ফরাসী পদার্থ বিজ্ঞানী এন্টনী হেনরী বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন ।

১৮৯৮  সালের এই দিনে সাহিত্যিক মোহাম্মদ বরকত উল্লাহর জন্ম।

১৯১৭ সালের এই দিনে পুয়ের্তো রিকো মার্কিন অধিকৃত অঞ্চলে পরিণত হয়।

১৯১৯ সালের এই দিনে মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস শুরু।

১৯৩০  সালের এই দিনে ইংরেজ কথাসাহিত্যিক ও কবি ডিএইচ লরেন্সের মৃত্যু।

১৯৩৯ সালের এই দিনে ইংরেজ মিশরতত্ত্ববিদ ও চিত্রশিল্পী হাওয়ার্ড কার্টার-এর মৃত্যু।

১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে।

১৯৪৪ সালের এই দিনে নেপলসে ট্রেন দুর্ঘটায় ৫২১ জনের মৃত্যু।

১৯৪৮ সালের এই দিনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত।

১৯৪৯ সালের এই দিনে রাজনীতিক-কবি সরোজিনী নাইডুর মৃত্যু।

১৯৫৬ সালের এই দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায়।

১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলার পতাকা উত্তোলন।

১৯৭৩  সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে জয়ী হয়।

১৯৮৫ সালের এই দিনে আরব লীগ প্রতিষ্ঠা।

১৯৯১ সালের এই দিনে শ্রীলংকায় বোমা বিস্ফোরণে উপ-প্রতিরক্ষামন্ত্রী বিজয়সহ ২৯ জন নিহত।

১৯৯৫  সালের এই দিনে কোপেন হেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন শুরু হয়।

১৯৯৭ সালের এই দিনে পাকিস্তানে ২০ বছরেরও অধিক সময় পর রোববার সাপ্তাহিক ছুটি পালন শুরু।

১৯৯৯ সালের এই দিনে ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন সমাপ্তি।

২০০০ সালের এই দিনে ব্রিটেনে আটক চিলির সাবেক স্বৈরশাসক আগাস্তো পিনোশের মুক্তি লাভ।

২০০১ সালের এই দিনে আফগানিস্তানে প্রাচীন ও শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত বুদ্ধ মূর্তিগুলো ভেঙ্গে ফেলা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT