রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
৩০ মার্চ, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ৩০-০৩-২০১৮ হালনাগাদ: ১০:০৯ am ৩১-০৩-২০১৮
 
 
 


১১৮০ সালে এই দিনে আব্বাসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসের বাগদাদের খেলাফত লাভ করেন।

১২৮২ সালে এই দিনে সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার করা হয়।

১৮১২ সালে এই দিনে কলকাতায় এথেনিয়াম থিয়েটার নামে রঙ্গমঞ্চ খোলা হয়।

১৮৬৭ সালে এই দিনে রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা খরিদ করা হয়।

১৯৩০ সালে এই দিনে চীনে বামপন্থী চীনা সাহিত্যিক সংঘ প্রতিষ্ঠিত হয়।

১৯৭৬ সালে এই দিনে ইসরাইল/প্যালেস্টাইন এলাকায় প্রথম ভূমি দিবস পালিত হয়।

১৯৮১ সালে এই দিনে ওয়াশিংটন ডিসিতে হোটেল হিলটনের বাইরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হন।

১৯৯২ সালে এই দিনে সত্যজিৎ রায় অস্কার পুরস্কার ‘মাস্টার অব ফিল্ম মেকার’ লাভ করেন।

১৯৯৬ সালে এই দিনে বিএনপি সরকার প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ করে।

২০০৬ সালে এই দিনে যুক্তরাজ্যে টেরোরিজন এ্যাক্ট – ২০০৬ আইন হিসাবে গৃহীত হয়।

২০০৯ সালে এই দিনে ১২ জন সশস্ত্র লোক পাকিস্তানের লাহোরে অবস্থিত মানাওয়ান পুলিশ একাডেমী আক্রমণ করে।

১৭৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্সিস্কো গোয়া, তিনি ছিলেন স্প্যানিশ চিত্রকর।

১৮৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পল ভের্লেন, তিনি ছিলেন ফরাসী কবি।

১৮৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিনসেন্ট ভ্যান গখ, তিনি ছিলেন ওলন্দাজ চিত্রশিল্পী।

১৮৭০ সালে এই দিনে ‘বসুমতী’র সম্পাদক ও লেখক সুরেন্দ্রনাথ সমাজপতির জন্ম।

১৮৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিকোলাই রদেস্কু, তিনি ছিলেন রোমানিয়ান সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদ।

১৮৯১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার উইলিয়াম সিডনি হ্যাংরিটন, তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রকৌশলী এবং যন্ত্র নির্মাতা ।

১৮৯৯ সালে এই দিনে সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম গ্রহণ করেছিলেন।

১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তুরহান বেয়, তিনি ছিলেন অস্ট্রিয়ান আমেরিকান অভিনেতা।

১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেরভ্যন কিং, তিনি ইংরেজ অর্থনীতিবিদ।

১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড হুটটেন, তিনি ডাচ ডিজাইনার।

১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যাট ডরাম, তিনি অস্ট্রেলিয়ান অভিনেতা।

১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নোরা জোন্স, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাজ্‌ সঙ্গীত শিল্পী।

১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পার্ক ক্যুং-লিম, তিনি দক্ষিণ কোরিয়ার কৌতুকাভিনেতা ও অভিনেতা।

১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্কট মফফাট্‌, তিনি কানাডিয়ান গায়ক, গিটারিস্ট ও মডেল।

১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সার্জিও র‌্যামোস, তিনি স্প্যানিশ ফুটবল খেলোয়াড়।

১৬৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মীর জুমলা, তিনি ছিলেন মোগল সেনাপতি।

১৯১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ল মে, তিনি ছিলেন জার্মান লেখক।

১৯৪৮ সালে এই দিনে ইরানের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞান তাপস এবং সংগ্রামী আলেম আয়াতুল্লাহিল উজমা স্যাইয়েদ হোসেইন তাবাতায়ী বুরোজার্দি ইন্তেকাল করেন।

১৯৪৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডরিখ বার্গিয়াস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।

১৯৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফিলিপ শওাল্টের হেঞ্ছ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার।

১৯৫৬ সালে এই দিনে শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মৃত্যুবরণ করেন।

১৯৬৫ সালে এই দিনে কথাশিল্পী সতীনাথ ভাদুড়ী মৃত্যুবরণ করেন।

১৯৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এরউইন পিসকাটোর, তিনি ছিলেন জার্মান পরিচালক ও প্রযোজক।

১৯৭১ সালে এই দিনে শিক্ষাবিদ জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শহীদ হন।

১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্যাব্রিয়েল হেয়াত্তের, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক।

১৯৭৯ সালে এই দিনে ব্রিটিশ সাংসদ এ্যরি নীভ গাড়ি বোমা হামলায় নিহত হন।

১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জেমস কাগনি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও ড্যান্সার।

২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভ্যালেন্টিন পাভলোভ, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ ও সোভিয়েত ইউনিয়নের ১১ তম প্রধানমন্ত্রী।

২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এমিল দিমিত্রভ, তিনি ছিলেন বুলগেরিয়ান গায়ক।

২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেড কোরমাতসু, তিনি ছিলেন জাপানী বংশদ্ভূত মার্কিন এক্টিভিস্ট।

২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ড্যানিয়েল হফম্যান, তিনি ছিলেন মার্কিন কবি ও শিক্ষাবিদ।

২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কেইয কানি, তিনি ছিলেন জাপানি অভিনেতা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT