১৪৩১ সালের এই দিনে ফ্রান্স-ইংল্যান্ড শতবর্ষব্যাপি যুদ্ধের ফরাশী বীরযোদ্ধা জোয়ান ডি আর্ক কে ইংরেজরা বন্দী করে নিয়ে প্রতিশোধমূলক এক বিচারে ডাইনী অপবাদ দিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে।
১৪৫৩ সালের এই দিনে তুরস্ক কনস্টানটিনোপল জয় করে।
১৪৯৮ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস তৃতীয় সমুদ্র যাত্রা শুরু করেন।
১৫৩৯ সালের এই দিনে হেরনান্দো দি সতো টম্পা ৬০০ সৈন্যসহ সাগর উপকূলে উপনীত হন, তার উদ্দেশ্যছিলো স্বর্ণ অনুসন্ধান।
১৬৩১ সালের এই দিনে ফ্রান্সের প্রথম সংবাদ পত্র লা গ্যাজেট প্রকাশিত হয়।
১৮০৬ সালের এই দিনে অ্যান্ড্রু জ্যাকসন যখন জানতে পারেন তার স্ত্রীর সঙ্গে চার্লস ডিকেন্সের সম্পর্ক, তখন এক দ্বৈত মল্লযুদ্ধে জ্যাকসন খুন করেন সিকেন্সকে।
১৮০৭ সালের এই দিনে মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত হন।
১৮৫৯ সালের এই দিনে ইংল্যান্ডের বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে উঠে।
১৮৯৯ সালের এই দিনে কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু হয়।
১৯০৩ সালের এই দিনে সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বেনোভিচ সস্ত্রীক নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত হন।
১৯১৩ সালের এই দিনে আলবেনিয়া নতুন রাষ্ট্রের মর্যাদা পায়।
১৯১৭ সালের এই দিনে প্রথম আলেকজান্ডার গ্রিসের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৯১৮ সালের এই দিনে প্রথম মহাযুদ্ধ চলাকালে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মারনে নদীর কাছে জার্মান এবং মিত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের সমাপ্তি ঘটে।
১৯৩৭ সালে এই দিনে শিকাগো পুলিশ গুলি করে ১০ শ্রমের বিক্ষোভকারীদের হত্যা করে (শিকাগোর গণহত্যার দিবস)।
১৯৫৪ সালের এই দিনে শেরেবাংলা এ.কে ফজলুল হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল। পূর্ববাংলায় গভর্নর শাসন জারি।
১৯৬৭ সালের এই দিনে নাইজেরীয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বিয়াফ্রা (১৯৬৭-৭০) স্বাধীনতা ঘোষণা করে, এর ফলে গৃহযুদ্ধ শুরু হয়।
১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আততায়ীর গুলিতে নিহত হন।
১৯৯০ সালের এই দিনে বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯০ সালের এই দিনে কর্ণফুলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৯৯১ সালের এই দিনে ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয়।
১৯৯৬ সালের এই দিনে বেনজামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধামন্ত্রী নির্বাচিত হন।
১৯৯৭ সালের এই দিনে বাংলাদেশে আ’লীগ সরকার কর্তৃক শুক্র-শনি দু’দিন ছুটি ঘোষণা করা হয়।
১৯৯৮ সালের এই দিনে আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভূমিকম্পে ৫০০০ লোক নিহত হয়।
১৯৯৯ সালের এই দিনে নাইজেরিয়ায় সামরিক শাসনের অবসান ঘটে। ওলসেগুন ওবাসাঞ্জো ১৫ বছরের মধ্যে নাইজেরিয়ার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৬৩০ সালের এই দিনে রাজা দ্বিতীয় চার্লস জন্ম গ্রহণ করেন।
১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এমিল রিসেন, তিনি ছিলেন ডেনিশ সুরকার ও পিয়ানোবাদক।
১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হানেস উলফ গোস্তা আল্ফভেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও প্রকৌশলী।
১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়াস অ্যাক্সেলরড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বায়োকেমিস্ট।
১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রে কনেয়, তিনি ইংরেজ অভিনেতা ও নাট্যকার।
১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস কলিংউড, তিনি কানাডিয়ান বংশোদ্ভূত ইংরেজ অভিনেতা।
১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলম টইবিন, তিনি আইরিশ লেখক, কবি, নাট্যকার ও সমালোচক।
১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এলিস লুকেট, তিনি ফরাসি সাংবাদিক।
১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাওমি কাওাসে, তিনি জাপানি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফাবিয়ান আর্নেস্ট, তিনি জার্মান ফুটবলার।
১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আইলে, তিনি আমেরিকান বংশোদ্ভূত দক্ষিণ কোরিয়ার গায়ক, ড্যান্সার ও অভিনেত্রী।
১৪৩১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জোন অফ আর্ক, তিনি ছিলেন পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা এবং রূপকথাতুল্য এক নেত্রী।
১৫৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টোফার মার্লো, তিনি ছিলেন এলিজাবেথীয় যুগের একজন ইংরেজ নাট্যকার, কবি ও অনুবাদক।
১৭৪৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলেকজান্ডার পোপ, তিনি ছিলেন ইংরেজ কবি।
১৭৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ভলতেয়ার, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও লেখক।
১৭৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সোয়া মেরি অরোয়া, তিনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ও লেখক।
১৯১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলবার রাইট, তিনি ছিলেন মার্কিন বিমান আবিষ্কারক।
১৯৬০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বরিস লেয়োনিদভিচ পাস্তের্নাক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান কবি ও লেখক।
১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুই ইয়েল্ম্স্লেভ, তিনি ছিলেন ডেনীয় ভাষাবিজ্ঞানী।
১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিয়াউর রহমান, তিনি ছিলেন বাংলাদেশর সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান বীর উত্তম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফজল মাহমুদ, তিনি ছিলেন পাকিস্তানি ক্রিকেটার।
২০১১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রসাল্যন সুস্মান ইয়ালও, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হানা মারন, জার্মান বংশোদ্ভূত ইসরাইল অভিনেত্রী।