রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
৩১ মার্চ, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ৩১-০৩-২০১৮ হালনাগাদ: ১০:০৭ am ৩১-০৩-২০১৮
 
 
 


১৭১৩ সালে এই দিনে ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।

১৭৭৪ সালে এই দিনে কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।

১৮০৭ সালে এই দিনে খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়।

১৮২৪ সালে এই দিনে প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৮৮২ সালে এই দিনে কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।

১৮৮৯ সালে এই দিনে প্যারিতে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।

১৯২১ সালে এই দিনে মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৫৪ সালে এ দিনে জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েত মীন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে।

১৯৬৬ সালে এ দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।

১৯৭৯ সালে এ দিনে আরব লীগের সদস্যরা এই সংস্থায় মিশরের সদস্য পদ নাকচ করে দেয়।

১৯৯১ সালে এই দিনে মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।

০২৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কন্সটান্টিউস চলরুস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৫৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেনে দেকার্ত ফরাসি দার্শনিক, তিনি ছিলেন গণিতজ্ঞ।

১৬৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োহান জেবাস্টিয়ান বাখ, তিনি ছিলেন জার্মান অর্গানবাদক ও সুরকার।

১৭৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জোসেফ হায়ডন, তিনি ছিলেন অস্ট্রীয় পিয়ানোবাদক ও সুরকার।

১৭৭৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কনরাড জ্যাকব টেমিঙ্ক, তিনি ছিলেন ডাচ প্রাণিবিজ্ঞানী ও পক্ষীবিদ।

১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম লরেন্স ব্র্যাগ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিদ।

১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিন-ইতিরো তোমোনাগা, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী।

১৯১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওক্তাবিও পাজ লোজানো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মেক্সিকান লেখক, কবি ও কূটনীতিক।

১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন ফওলেস, তিনি ছিলেন ইংরেজ লেখক।

১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্লো রুবিয়া, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যালবার্ট আর্নল্ড গোর, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রাজনীতিবিদ ও ৪৫ তম উপ-রাষ্ট্রপতি।

১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাঙ্গাস ইয়াং, তিনি স্কটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান গিটার ও গীতিকার।

১৯৬২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অলি রেহ্ন, তিনি সাবেক ফিনিশ ফুটবলার ও রাজনীতিবিদ।

১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পারভীন সুলতানা দিতি, তিনি ছিলেন একজন বাংলাদেশী অভিনেত্রী।

১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেঙ্কা বেয়াটুসেক, তিনি স্লোভেনীয় রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী।

১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হাশিম আমলা, তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডাম জাম্পা, তিনি অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৬৩১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ডনে, তিনি ছিলেন ইংরেজ আইনজীবী ও কবি।

১৮৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন কনস্টেবল, তিনি ছিলেন ইংরেজ চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।

১৮৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শার্লটে ব্রন্টে, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।

১৯১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জে. পি. মরগ্যান, তিনি ছিলেন আমেরিকান ব্যাংকার।

১৯১৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এমিল ভন বেহরিং, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী।

১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স ফিসার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।

১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মীনা কুমারী, তিনি ছিলেন ভারতীয় অভিনেত্রী।

১৯৭৯ সালে এ দিনে ইংল্যান্ডের রক্ষনশীল দলের এম.পি. এয়ারি নিভ কমন্সসভার বাইরে নিজ মোটর গাড়িতে বোমা বিস্ফোরনে প্রাণ হারান।

১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্রিস্টিনা উপকার, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান লেখক।

১৯৯১ সালে এই দিনে শিল্পপতি এ কে খান ইন্তেকাল করেন।

২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্লিফোর্ড গ্লেনউড শাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।

২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রনি রায় স্মিথ, তিনি ছিলেন আমেরিকান প্রিন্টার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT