রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
৩১ মে, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ৩১-০৫-২০১৭ হালনাগাদ: ০১:১২ pm ৩১-০৫-২০১৭
 
 
 


বিশ্ব তামাকমুক্ত দিবস।

৫২৬ সালের এই দিনে একটি ভয়ংকর মাত্রার ভূমিকম্প আঘাত করেছিল তুর্কিতে। সে সময়ই মারা গিয়েছিল প্রায় দুই লাখ ৫০ হাজার মানুষ।

১৭৯০ সালের এই দিনে মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।

১৯০২ সালের এই দিনে বোয়ের যুদ্ধের অবসান হয়।

১৯১০ সালের এই দিনে মে ব্রিটিশ শাসনের আওতায় দক্ষিণ আফ্রিকা স্বায়ত্তশাসন লাভ করে।

১৯১১ সালের এই দিনে ৩৪ বছর দুর্দান্ত প্রতাপের সঙ্গে রাষ্ট্র চালানোর পর মেক্সিকোর প্রেসিডেন্ট জে. পোরফিরিও দিয়াজের ফ্রান্সে নির্বাসন করেন।

১৯৩১ সালের এই দিনে আরব বিশ্বে সর্বপ্রথম (বাহরাইনে) তেল আবিষ্কৃত হয়।

১৯৩৫ সালের এই দিনে পাকিস্তানের কোয়েটায় প্রলয়ঙ্করী ভূমিকম্পে ৫০ হাজার লোক নিহত হয়।

১৯৪১ সালের এই দিনে জার্মানিতে গথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়।

১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সাবমেরিন একাধারে সিডনিতে আঘাত করে।

১৯৬১ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৯৬২ সালের এই দিনে জার্মান যুদ্ধাপরাধী এ্যাডলফ আইখম্যানের ফাঁসি কার্যকর করা হয়।

১৯৭০ সালের এই দিনে পেরুতে ভূমিকম্পে ৬৬ হাজার লোক নিহত হয় এবং ২০ হাজার জন নিখোঁজ হন।

১৯৮১ সালের এই দিনে ভারত পৃথিবীর কক্ষপথে ‘রোহিনী-২’ উৎক্ষেপণ করে।

১৯৮৯ সালের এই দিনে প্রেসিডেন্ট গোল্ডকাপে দ. কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ফুটবল ট্রফি অর্জন করে।

১৯৯৫ সালের এই দিনে রাশিয়া ন্যাটোর সদস্য পদ গ্রহণ করে।

১৯৯৮ সালের এই দিনে আফগানিস্তানে ভূমিকম্পে পাঁচ সহস্রাধিক লোক নিহত এবং বহু ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়।

২০০৭ সালের এই দিনে আফগানিস্তানের দক্ষিণে হেলমান্দ প্রদেশে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর একটি হেভিলিফট চিনুক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করে তালেবান বাহিনী।

১৮১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্ট হুইটম্যান, তিনি ছিলেন একজন মার্কিন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।

১৮৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেন্ট-জন পারসে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি কবি।

১৯০৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডন আমেচে, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়।

১৯১১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাউরিচে আলাইস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চিয়েন-শিউং উ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিজ্ঞানী।

১৯৩১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন রবার্ট শ্রিফার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস জে ইগনারো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ফার্মাকোলজিস্ট ও শিক্ষাবিদ।

১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাইনার ওয়েরনের ফাসবিন্ডের, জার্মান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লরেন্ট বাগবো, তিনি আইভরি কোস্টের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট।

১৯৪৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সভেতলানা আলেক্সিয়েভিচ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী বেলারুশিয় সাংবাদিক ও লেখক।

১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আন্দ্রেয়া ডি কেসারিস, তিনি ইতালীয় রেস্‌ গাড়ী চালক।

১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিক্টর মিহাই অরবান, তিনি হাঙ্গেরীয় রাজনীতিবিদ ও ৩৮ তম প্রধানমন্ত্রী।

১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রুক ক্রিস্টা ক্যামিলি শিল্ডস, তিনি আমেরিকান মডেল, অভিনেত্রী ও প্রযোজক।

১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রোশন মহানামা, তিনি শ্রীলংকান ক্রিকেটার ও রেফারি।

১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কলিন ফারেল, তিনি আইরিশ অভিনেতা।

১৯৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল বনেরা, তিনি ইতালিয়ান ফুটবল।

১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্কো রয়েস, তিনি জার্মান ফুটবলার।

০৪৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পেট্রোনিয়াস ম্যাক্সিমাস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১১৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় গেযা, তিনি ছিলেন হাঙ্গেরির রাজা।

১৫৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টিন্টরেটো, তিনি ছিলেন ইতালিয়ান চিত্রশিল্পী ও শিক্ষাবিদ।

১৮০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন যোশেফ হেইডেন, তিনি ছিলেন অস্ট্রীয় পিয়ানোবাদক ও সুরকার।

১৮৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এভারিস্ত গালোয়া, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।

১৮৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গুসতাভ রবার্ট কিরসোফ, তিনি ছিলেন জার্মানীর বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ।

১৯১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এলিজাবেথ ব্ল্যাকওয়েল, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক।

১৯৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন  কি ইনুকাই, তিনি ছিলেন জাপানের প্রধানমন্ত্রী।

১৯৭৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যাকউয়েস মনোড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি জীববিজ্ঞানী।

১৯৮৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লিও জেমস রেইনওয়াটার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।

২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রেইমন্ড ডেভিস জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT