বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
৩ জুলাই, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ০৩-০৭-২০১৭ হালনাগাদ: ০৯:১৯ am ০৩-০৭-২০১৭
 
 
 


১৭৫১ সালের এই দিন সুইডেনের রসায়নবিদ ও খনিজ বিশেষজ্ঞ ফ্রেড্রিক ক্রনস্টেড নিকেল ধাতু আবিস্কার করেন।

১৮০৭ সালের এই দিনে লর্ড মিন্টো বাংলার গভর্নর জেনারেল হয়ে আসেন।

১৮৬৬ সালের এই দিনে সাদোয়ার যুদ্ধে অস্ট্রীয়রা প্রুশীয়দের কাছে পরাজিত হয়।

১৯১৯ সালের এই দিনে বিশ্বভারতীর যাত্রা শুরু হয়।

১৯২১ সালের এই দিনে মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নসমূহের আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়।

১৯২৮ সালের এই দিনে লন্ডনে জন বায়ার্ড প্রথম রঙিন টিভি অনুষ্ঠান সম্প্রচার করে।

১৯৪১ সালের এই দিনে মিত্রবাহিনীর কাছে সিরিয়া আত্মসমর্পণ করে।

১৯৪৫ সালের এই দিনে চতুঃশক্তির বার্লিন পুনরুদ্ধার হয়।

১৯৪৭ সালের এই দিনে ভারতবর্ষকে দুটি ডোমিনিয়নে বিভক্ত করার লক্ষ্যে ‘মাউন্ট ব্যাটেন পরিকল্পনা’ প্রকাশিত হয়।

১৯৫৩ সালের এই দিনে পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহন করেন।

১৯৬২ সালের এই দিনে ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার স্বাধীনতাযুদ্ধের অবসান হয়।

১৯৬৪ সালের এই দিনে পাকিস্তান-তুরস্ক-ইরানের মধ্যে আরসিডি প্রতিষ্ঠিত হয়।

১৯৭১ সালের এই দিনে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ এ প্রবেশ করেন দেশের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে।

১৯৮১ সালের এই দিনে প্রথম নিউ ইয়র্ক টাইমসে একটি রোগের সংবাদ প্রকাশ করা হয়, যা পরবর্তী সময়ে সবার কাছে এইডস হিসেবে পরিচিতি লাভ করে।

১৯৮৮ সালের এই দিনে পারস্য উপসাগরে মার্কিন নৌসেনাদের গুলিতে ইরানের যাত্রীবাহী বিমান ভূপাতিত হয়। এতে ২৯০ জন নিহত হয়।

১৭২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট এ্যাডাম, তিনি ছিলেন স্কট স্থাপতি।

১৭৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন সিংলেটন কপ্লেয়, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী।

১৭৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যোহান ফ্রিড্রিশ অভেরবেক, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ইতালীয় চিত্রশিল্পী ও খোদকার।

১৮৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লেইওস ইয়ানাচেক, তিনি ছিলেন চেক সঙ্গীতস্রষ্টা।

১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রান্‌ৎস কাফকা, তিনি ছিলেন জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক।

১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অজিতকৃষ্ণ বসু, তিনি ছিলেন রম্য সাহিত্যিক।

১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কেন রাসেল, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভ ব্যারি, তিনি আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্যারি পুরভাস, তিনি ইংরেজি পরিচালক, অ্যানিমেটোর ও চিত্রনাট্যক।

১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রামুশ হারাডিনাজ, তিনি কসোভোর রাজনীতিবিদ ও ৪র্থ প্রধানমন্ত্রী।

১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হেনরি ওলাঙ্গা, তিনি জিম্বাবুয়ের প্রতিভাবান ক্রিকেটার।

১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুডিভিনে সাগ্নিয়ের, ফরাসি অভিনেত্রী ও গায়িকা।

১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সৈয়দ রাসেল, তিনি বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়।

১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নাথালিয়া রামোস, তিনি স্প্যানিশ অভিনেত্রী ও গায়ক।

১৯০৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন থিওডোর হের্জল, তিনি ছিলেন অস্ট্রিয়ান সাংবাদিক ও নাট্যকার।

১৯৩২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্বর্ণকুমারী দেবী, তিনি ছিলেন বাঙালি কবি ও সমাজকর্মী।

১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিম মরিসন, তিনি ছিলেন মার্কিন সঙ্গীতশিল্পী।

১৯৯১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডলি আনোয়ার, তিনি ছিলেন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জো ডেরিটা, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও কৌতুকাভিনেতা।

২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলবার্তো লাটটুয়াডা, তিনি ছিলেন ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলাউদ্দিন আল আজাদ, তিনি ছিলেন বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার ও গবেষক।

২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রান্সিস রে, তিনি ছিলেন আমেরিকান লেখক।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT