বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস
১৪৯৪ সালের এই দিনে কলম্বাস জ্যামাইকা আবিষ্কার করেন।
১৫১৫ সালের এই দিনে পর্তুগীজ নৌসেনারা ইরানের হরমুজ দ্বিপ দখল করে৷
১৭৬৫ সালের এই দিনে বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে রবার্ট ক্লাইভ কলকাতায় উপনীত হন।
১৭৬৫ সালের এই দিনে ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়।
১৭৮৮ সালের এই দিনে লন্ডনে প্রথম সান্ধ্য দৈনিক ‘দি স্টার’ প্রকাশিত হয়।
১৮৩৭ সালের এই দিনে গ্রীসে অ্যাথেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯৩৭ সালের এই দিনে মার্গারেট মিচেল তার “Gone with the Wind.” এর জন্য পুলিৎজার পুরুস্কার পান।
১৯৩৯ সালের এই দিনে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন।
১৯৬০ সালের এই দিনে আমস্ট্রাডামে অ্যান ফ্রাঙ্ক হাউস উদ্বোধন করা হয়।
১৯৬৮ সালের এই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয় ৷
১৯৭৬ সালের এই দিনে বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয় এবং সংশোধনে বলা হয়, বাংলাদেশে ধর্ম ভিত্তিক দল গঠন করা যাবে ৷
১৯৭৯ সালের এই দিনে রক্ষণশীল দলের মার্গারেট থ্যাচার বৃটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন ইউরোপের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
২০০১ সালের এই দিনে যুক্তরাষ্ট্র প্রথম জাতিসংঘের মানবাধিকার কমিশনের পদ হারায়।
২০০২ সালের এই দিনে পাকিস্তান নিউজিল্যান্ডকে গাদ্দাফি স্টেডিয়ামে ইনিংস ও ৩২৪ রানে পরাজিত করে।
০৩১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তৃতীয় কনস্টান্টটাইন, তিনি ছিলেন বাইজান্টাইন সম্রাট।
১৪৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নিক্কোলো দি বের্নার্দো দেই মাকিয়াভেল্লি, তিনি ছিলেন ইতালীয় ইতিহাসবিদ, রাষ্ট্রবিজ্ঞানের একজন অন্যতম জনক ও দার্শনিক।
১৮৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বের্নহার্ট ভন বুলও, তিনি ছিলেন জার্মান সৈনিক, রাজনীতিক ও জার্মানির চ্যান্সেলর।
১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ প্যাগেট থমসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
১৮৯৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভি কে কৃষ্ণমেনন, তিনি ছিলেন একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী।
১৯০২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলফ্রেড কাস্টলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।
১৯১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিট সিজার, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক ও একটিভিস্ট।
১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাহানারা ইমাম, তিনি ছিলেন বাংলাদেশী লেখিকা।
১৯৩৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভেন ভেইনবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক।
১৯৫২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিওনিদ খাচিয়ান, তিনি আর্মেনীয় বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেভিড হুকস, তিনি অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন স্টিভ ম্যাককিলারেন, তিনি ইংরেজ ফুটবল সাবেক খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিখাইল পরোখরোভ, তিনি রাশিয়ান ব্যবসায়ী।
১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টিনা হেনড্রিক্স, তিনি আমেরিকান অভিনেত্রী।
১৯৮৩ সালের এই দিনে জিম্বাবুয়ের ক্রিকেটার স্টুয়ার্ড মাতসিকেনারি জন্মগ্রহণ করেন। ক্যারিয়ারে তিনি আটটি টেস্ট খেলেছেন।
১৯৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইজেকিয়েল ইভান লাভেজ্জি, তিনি আর্জেন্টিনার ফুটবলার।
১২৭০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্থ বেলা, তিনি ছিলেন হাঙ্গেরি রাজা।
১৪৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় মুহাম্মদ, তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সপ্তম সুলতান।
১৮৫৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এডলফে আডাম, তিনি ছিলেন ফরাসি সুরকার ও সমালোচক।
১৯১৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্যাট্রিক পেয়ারসে, তিনি ছিলেন আইরিশ শিক্ষক ও বিদ্রোহী নেতা।
১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জাকির হুসেইন, তিনি ছিলেন ভারতীয় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও প্রথম মুসলিম রাষ্ট্রপতি (ভারতের ৩য়)।
১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নার্গিস দত্ত, তিনি ছিলেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রেমেন্দ্র মিত্র, তিনি ছিলেন একজন বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক।
১৯৯৯ সালের এই দিনে ইংলিশ উইকেটরক্ষক টমাস ইভান মৃত্যুবরণ করেন। ক্যারিয়ারে তিনি ৯১টি টেস্ট খেলেন।
২০০৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ক্যারেল অ্যাপেল, তিনি ছিলেন ডাচ চিত্রশিল্পী, ভাস্কর ও কবি।
২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ালি সচিরা, তিনি ছিলেন আমেরিকান অধিনায়ক, পাইলট ও মহাকাশচারী।
২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রাম শেখর, তিনি ছিলেন ভারতের মারাঠি লেখক।
২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গ্যারি স্ট্যানলি বেকার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক।