বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
৩ সেপ্টেম্বর, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ০৩-০৯-২০১৭ হালনাগাদ: ১০:০৫ am ০৩-০৯-২০১৭
 
 
 


আন্তর্জাতিক নারীর বিরুদ্ধে সব ধরনের বৈষম্য দূরীকরণ সম্মেলন (CEDAW) দিবস৷

১৬৫৮ সালের এই দিনে রিচার্ড ক্রমওয়েল ইংল্যান্ডের লর্ড প্রোটেকটর হন।

১৭৫২ সালের এই দিনে ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের জায়গায় জর্জীয় ক্যালেন্ডার প্রবর্তিত হয়। ফলে ৩ সেপ্টেম্বর ১৪ সেপ্টেম্বর হয়।

১৭৮৩ সালের এই দিনে গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত ‘পারি-চুক্তি’ অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়।

১৮১৪ সালের এই দিনে আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন।

১৮৫৯ সালের এই দিনে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।

১৮৬৬ সালের এই দিনে জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৮৭৫ সালের এই দিনে আর্জেন্টিনায় প্রথম পোলো খেলা অনুষ্ঠিত হয়।

১৯১৮ সালের এই দিনে চেকোস্লাভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা।

১৯১৮ সালের এই দিনে ঐতিহাসিক দামেস্ক শহর বৃটিশ সেনারা দখল করে নেয়।

১৯৪৩ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালী মিত্র বাহিনীর সাথে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আত্মসমর্পন করে।

১৯৪৪ সালের এই দিনে আনে ফ্যাঙ্ক ও তাঁর পরিবারকে ওয়েস্টারব্রক থেকে কুখ্যাত আউসভিচ কনসেনটেশন ক্যাম্পের উদ্দেশে ট্রেনে তোলা হয়।

১৯৫৫ সালের এই দিনে গাজায় রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতি মেনে নেয় ইজরায়েল।

১৯৬৪ সালের এই দিনে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি হয়।

১৯৭১ সালের এই দিনে কাতার বৃটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।

১৯৭৬ সালের এই দিনে ভাইকিং-২ মহাকাশযান মঙ্গলগ্রহে যায়।

১৯৮৭ সালের এই দিনে বুরুন্ডিতে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট জ্যা বাপতিস্তা বাগাজেকে উৎখাত করা হয়।

২০০৭ সালের এই দিনে দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো গ্রেফতার হন।

১৬৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিয়েট্রো লোকাটেলি, তিনি ছিলেন ইতালীয় ভিওলা খেলোয়াড় ও সুরকার।

১৭৮১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউজিন ডি বেয়াউহারনাইস, তিনি ছিলেন ফরাসি জেনারেল ও রাজনীতিবিদ।

১৮১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস জোসেফ সিলভেস্টার, তিনি ছিলেন ইংরেজ গণিতবিদ ও অধ্যাপক।

১৮৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লুইস সুলিভান, আমেরিকান তিনি ছিলেন স্থপতি ও শিক্ষাবিদ।

১৮৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রিটজ প্রেগ্ল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্লোভেনিয়ান রসায়নবিদ ও চিকিৎসক।

১৮৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফেরডিনান্ড পোর্শ, তিনি ছিলেন অস্ট্রীয়বংশোদ্ভূত জার্মান প্রকৌশলী ও ব্যবসায়ী।

১৮৯৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্র্যাঙ্ক ম্যাকফারলেন বার্নেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান ভাইরাসবিদ।

১৯০০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উরহো কেকোনেন, তিনি ছিলেন ফিনিশ সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিবিদ ফিনল্যান্ড ৮ম প্রেসিডেন্ট।

১৯০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কার্ল ডেভিড অ্যান্ডারসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।

১৯২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উত্তম কুমার, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়কদের মধ্যে অন্যতম।

১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিওজি নোয়োরি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।

১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সের্গেই ডভ্লাটভ, তিনি রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাঁ পিয়েরে জেউনেট, তিনি ফরাসি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ম্যালকম গ্ল্যাডওয়েল, তিনি কানাডীয় সাংবাদিক ও লেখক।

১৯৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কিরণ দেশাই, তিনি ভারতের লেখক।

১৯৭৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিবেক ওবেরয়, তিনি ভারতীয় অভিনেতা।

১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গ্যারেট জন হেডলান্ড, তিনি আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেরোম বোয়াটেং, তিনি ঘানার বংশোদ্ভূত জার্মান ফুটবলার।

০৮৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উমর ইবনে আবদুল্লাহ ইবনে মারওয়ান, তিনি ছিলেন মালাতিয়ার অর্ধ-স্বাধীন আরব আমির।

১৬৫৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অলিভার ক্রমওয়েল, তিনি ছিলেন ইংরেজ ও সাধারণ ও রাজনীতিবিদ।

১৮৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কন্সটান্টিন ফ্লাভিটস্ক্য, তিনি ছিলেন রাশিয়ান চিত্রশিল্পী।

১৮৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইভান তুর্গেনেভ, তিনি ছিলেন রাশিয়ার লেখক।

১৯৩৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মৃগেন্দ্রনাথ দত্ত, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।

১৯৬২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ই ই কামিংস, তিনি ছিলেন মার্কিন কবি।

১৯৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফ্রেডেরিখ ম্যাকনিস, তিনি ছিলেন আইরিশ কবি ও নাট্যকার।

১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইসাবেল ওয়িটহেরস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।

১৯৬৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হো-চি-মিন, তিনি ছিলেন ভিয়েতনামের বিপ্লবী জননেতা।

১৯৭৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কারিন মলান্ডের, তিনি ছিলেন সুইডিশ অভিনেত্রী।

১৯৮৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গাএটানো সচিরেয়া, তিনি ছিলেন ইতালীয় ফুটবল খেলোয়াড়।

১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এমিলি কামে কংওয়াররেয়ে, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান চিত্রশিল্পী।

১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডিরছ পাসসের, তিনি ছিলেন ডেনিশ, অভিনেতা গায়ক ও প্রযোজক।

২০০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম রেহ্নকুইস্ট, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, আইনজ্ঞ অ মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রধান বিচারপতি।

২০১২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সান মাইউং মুন, দক্ষিণ কোরিয়ার ধর্মীয় নেতা ও ব্যবসায়ী ও ইউনিফিকেশন চার্চের প্রতিষ্ঠাতা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT