শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইতিহাসের এই দিনে
৮ মে, এই দিনে
প্রকাশ: ০৬:০০ am ০৮-০৫-২০১৭ হালনাগাদ: ০৯:৫৩ am ০৮-০৫-২০১৭
 
 
 


আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।

১৭৯৪ সালের এই দিনে ফ্রান্সের রসায়ন বিজ্ঞানের জনক এ্যান্থেনিও লেভিকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।

১৮২৮ সালের এই দিনে রেডক্রসের প্রতিষ্ঠাতা ঝাঁ অঁরি দুঁনাত (হেনরি ডুনান্ট)-এর জন্ম।

১৮৬১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম।

১৮৬১ সালের এই দিনে প্রথম বাঙালী মহিলা চিকিৎসক কাদম্বিনী বসুর (গঙ্গোপাধ্যায়) জন্ম।

১৮৬৩ সালের এই দিনে ভারতে প্রথম রেডক্রস দিবস উদযাপিত হয়।

১৮৭৩ সালের এই দিনে রাজনৈতিক অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিলের মৃত্যু।

১৮৮০ সালের এই দিনে ফরাসি ঔপন্যাসিক গুস্তাভ ফোবেরের মৃত্যু।

১৮৮৪ সালের এই দিনে হ্যারি এস. ট্রুম্যান, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি এর জন্ম।

১৮৯৫ সালের এই দিনে মার্কিন ঔপন্যাসিক, নাট্যকার ও কবি এডমন্ড উইলসনের জন্ম।

১৮৯৯ সালের এই দিনে ফ্রিড্‌রিখ হায়েক, একজন অস্ট্রীয় অর্থনীতিবিদ এর জন্ম।

১৯০২ সালের এই দিনে দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি পাহাড় থেকে বিকট শব্দে হাঠৎ অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় সেন পিয়ারে নামের একটি শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

১৯০৩ সালের এই দিনে ফরাসী চিত্রশিল্পী পল গঁ গ্যার মৃত্যু।

১৯১১ সালের এই দিনে সাহিত্যিক ও শিক্ষাবিদ আ.ন.ম বজলুর রশীদের মৃত্যু।

১৯২১ সালের এই দিনে রুমানিয়ায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।

১৯২৪ সালের এই দিনে কলিম শরাফী, বাংলাদেশী সঙ্গীত শিল্পী এর জন্ম।

১৯২৮ সালের এই দিনে জিন হেনরি ডুনন্ট , রেড় ক্রস এর প্রতিষ্ঠাতা ; নোবেল লরিয়েট এর জন্ম।

১৯৪৫ সালের এই দিনে সোভিয়েত লাল ফৌজের বার্লিন বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট জার্মানির পরাজয় ঘটে।

১৯৬০ সালের এই দিনে ফ্রাংকো বারেসি , ইতালীয় ফুটবল খেলোয়াড় এর জন্ম।

১৯৬২ সালের এই দিনে রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।

১৯৮৮ সালের এই দিনে রবার্ট এ হাইনলাইন, মার্কিন সাইন্স ফিকশন লেখক এর মৃত্যু।

১৯৯৩ সালের এই দিনে দার্শনিক ও শিক্ষাবিদ দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের মৃত্যু।

১৯৯৬ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT