শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
আম্বালা আইটির “কো-অপারেটিভবিডিপ্লাস” এর যাত্রা শুরু
প্রকাশ: ০৪:৩৩ pm ২০-০৩-২০১৮ হালনাগাদ: ০৪:৩৬ pm ২০-০৩-২০১৮
 
 
 


আম্বালা আইটি সফটওয়ার বাজারে নিয়ে আসলো তাদের নতুন “কো-অপারেটিভবিডিপ্লাস” সফটওয়ারটি। এই সফটওয়ারটা কো-অপারেটিভ (সমবায়) প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায়  বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী  আম্বালা আইটির প্রধান নির্বাহী অফিসার জনাব আরিফ শিকদার।

আজ মঙ্গলবার আম্বালা আইটি তাদের নতুন সফটওয়ার “কো-অপারেটিভবিডিপ্লাস” এর জন্য “শতদল বহুমুখী সমবায় সমিতি”র সাথে একটি চুক্তি সম্পাদন করেন।

উক্ত চুক্তি সম্পাদন অনুষ্ঠানে “শতদল বহুমুখী সমবায় সমিতি” পরিচালক জনাব আব্দুল বাসেদ ও আম্বালা আইটির প্রধান নির্বাহী অফিসার জনাব আরিফ শিকদার সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা

উপস্থিত ছিলেন।

“শতদল বহুমুখী সমবায় সমিতি” পরিচালক জনাব আব্দুল বাসেদ বলেন, আম্বালা আইটির “কো-অপারেটিভবিডিপ্লাস” সফটওয়ারটা কো-অপারেটিভ (সমবায়) প্রতিষ্ঠানের কার্য সম্পাদনে আরোও সহজ ও দ্রুতশীল হবে আশা ব্যক্ত করেন।

আম্বালা আইটির“কো-অপারেটিভবিডিপ্লাস”  এ কো-অপারেটিভ ফাইনান্স ম্যানেজমেন্ট ও অ্যাকাউন্টিং এই দুটি মডিউল নিয়ে  কো-অপারেটিভ (সমবায়)  অঙ্গনে  তাদের শুভ যাত্রা শুরু করলো।

বিস্তারিত সফটওয়ারের ফিচার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ

www.amabalait.com

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT