নারায়ণগঞ্জে নাশকতার অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ দলের ৩৫ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, আবু সাদাত সায়েম, ইমন মিয়াসহ নামীয় ৩৫ জন ও অজ্ঞাত ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির জানিয়েছেন, গত রোববার বিকেলে গোলাকান্দাইল উত্তরপাড়া এলাকায় বিএনপি নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে বলে পুলিশের কাছে খবর আসে। পুলিশের উপস্থিতি টের পেলে বিএনপির নেতা-কর্মীরা পালিয়ে যায়। পরে সোমবার নাশকতার অভিযোগ এনে ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল খান বাদী হয়ে ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।