শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
৫ই এপ্রিল । আজকের রাশিফল
প্রকাশ: ০৮:০০ am ০৫-০৪-২০১৮ হালনাগাদ: ০৯:৫০ am ০৫-০৪-২০১৮
 
 
 


 মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রেম আপনাকে পরীক্ষার সামনে দাঁড় করাতে পারে। কর্মযোগে শুভ ফললাভের ইঙ্গিত। পরিশ্রমী ও ধৈর্যশীল মানুষদের সফলতার যোগ। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

 বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেমের বিষয়ে চিন্তার ধরন বদলে ফেলুন, সফলতা আসবে। আর্থিকযোগে বাধা। ব্যবসায় সমস্যার যোগ। শিক্ষাক্ষেত্রে সমস্যার সমাধান।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

 মিথুন: (২২মে – ২১ জুন)
প্রেম নিয়ে মনের কোণে জমে থাকা বাধাগুলি সরিয়ে ফেলুন। দাম্পত্য সুখের যোগ আছে। কর্মে উন্নতি। ব্যবসায় সমস্যার সমাধান। বিদেশ ভ্রমণের যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯

 কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পথে সমস্যায় পড়তে পারেন। বিদেশযাত্রায় বাধা। প্রেমের ক্ষেত্রে যাকে বিশ্বাস করে সাহায্য চাইছেন সে ভরসাযোগ্য কিনা দেখে নিন। কর্মে শুভযোগ বর্তমান। ব্যবসায় উন্নতি। যাত্রাযোগ শুভ।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২

 সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
প্রেমের সমস্যার সমাধানে কনিষ্ঠ কারো সাহায্য লাভ করবেন। দাম্পত্য সুখের যোগ আছে। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় সমস্যা। শারীরিক সমস্যার সমাধান। বন্ধুর সাহায্য। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

 কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেমের সফলতা নির্ভর করবে মানসিক জোরের উপর। কর্মে বাধা-বিপত্তি কাটিয়ে সফলতা পাবেন। ব্যবসায় আর্থিক ক্ষতি হবে। শিক্ষাক্ষেত্রে সাফল্য আসবে। দাম্পত্যযোগ শুভ। চিকিৎসায় সাড়া পাবেন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

 তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
প্রেমে বাধা হতে পারে কোনো আত্মীয়, সব কথা খুলে বলার আগে সতর্ক থাকুন। প্রেম নিয়ে বন্ধুর সঙ্গে মনোমালিন্যও হতে পারে। দাম্পত্য সুখের যোগ আছে। কর্মে বাধা আসবে। ব্যবসায় উন্নতির যোগ। ভ্রমণের যোগ বর্তমান।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯

 বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমিক-প্রেমিকার দিক থেকে সন্দেহের সমস্যা হতে পারে। বন্ধু বা পরিবারের সঙ্গে বিনোদনের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্য পাবেন। পারিবারিক সমস্যা কমবে। ব্যবসায় উন্নতির যোগ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

 ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
প্রেমের ক্ষেত্রে বাধামুক্তির সম্ভাবনা। কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে আপনার কাছের কোনো মানুষ। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির মতামতের ফলে সমস্যা বাড়বে। সংসারে মতবিরোধ বাড়বে। শিক্ষাযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। ব্যবসায় লাভ বৃদ্ধি।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

 মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কর্মক্ষেত্রে যথেষ্ট সতর্কতা দরকার। কর্মক্ষেত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। নতুন ব্যবসায় লাভ বাড়বে। কাজে উন্নতির যোগ। দাম্পত্যে সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৩

 কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রেমের ক্ষেত্রে সমস্যা এলেও সেগুলি সমাধান হয়ে যাবে। নতুন বন্ধুত্বের সম্পর্ক হতে পারে। দাম্পত্য সুখের যোগ। কর্মে উন্নতির যোগ আছে। পথে আঘাতের যোগ দেখা যাচ্ছে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১

 মীন: (১৯ ফেব্রুয়ারি –২০ মার্চ)

নতুন প্রেমের সম্ভাবনা আছে, কিন্তু সমস্যার যোগও একইসঙ্গে থাকবে। কর্মে শুভখবর আসতে পারে। তবে পারিবারিক সমস্যা কাজে প্রভাব ফেলবে। ব্যবসায় উন্নতি হবে। আর্থিকযোগ শুভ। নতুন বন্ধু লাভ হবে। ভ্রমণের যোগ আছে।
 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT