শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
কাবুলে জোড়া আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২২
প্রকাশ: ০১:১০ pm ০৬-০৯-২০১৮ হালনাগাদ: ০১:১৩ pm ০৬-০৯-২০১৮
 
 
 


আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া আত্মঘাতী বোমা হামলায় দুই সাংবাদিকসহ অন্তত ২২ জন নিহত  ও ৭০ জন আহত হয়েছে।

আলজাজিরা ও গার্ডিয়ান জানিয়েছে, কাবুলের দাশতে বারচিতে বুধবার পরপর দুটি আত্মঘাতি বোমা হামলায় এ ঘটনা ঘটে।

প্রথমে এক আত্মঘাতী হামলাকারী সেখানে একটি জিমের গেটে নিরাপত্তা রক্ষীকে গুলি করে ভিতরে প্রবেশ করে। এরপর সে বোমায় নিজেকে উড়িয়ে দেয়। ওই সময় সেখানে রেসলিং চলছিল এবং লোকজন ওই ম্যাচ প্রত্যক্ষ করছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানিয়েছেন, ওই হামলায় ২০ জন নিহত এবং অনেকে আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা যখন হতাহতদের সরিয়ে নিচ্ছিল এ সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে ওই জিম ক্লাবেরই অল্প একটু দূরে। একটি গাড়িবোমা বিস্ফোরণে সেখানে স্থানীয় দুই সাংবাদিক নিহত এবং চার জন আহত হয়। নিহত দুইজন টোলো নিউজ চ্যানেলের।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, বেসমারিক লোক এবং গণমাধ্যম কর্মীদের ওপর হামলা বাকস্বাধীনতার ওপরই হামলা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।

এদিকে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি একনো। তবে এর আগে কাবুলের শিয়া অধ্যুষিত এই এলাকায় একই ধরনের হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT