উপদেষ্টা মণ্ডলির সদস্য ও পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে গুলশানে তার রাজনৈতিক কাযালয়ে এ বৈঠক হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের আগামী দিনের কর্মপন্থা, ইসি গঠন, সাংগঠনিক তৎপরতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে রাজনীতিবিদের মধ্যে উপস্থিত ছিলেন কবির হোসেন, হারুন আল রশীদ, লুৎফর রহমান খান আজাদ, আখতার হামিদ সিদ্দিকী, মনিরুল হক চৌধুরী, ফজলুর রহমান, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, জয়নুল আবদীন ফারুক, গোলাম আকবর খোন্দকার, আবদুস সালাম, মশিউর রহমান, জয়নাল আবেদীন (ভিপি জয়নাল),আবুল খায়ের ভুঁইয়া, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কবির মুরাদ, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, নাজমুল হক নান্নু, মোহাম্মদ শাহজাদা মিয়া, একে মাহবুবুর রহমান, একরামুজ্জামান, হেলালুজ্জামান তালুকদার লালু প্রমুখ।
পেশাজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রকৌশলী আনহ আখতার হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, এজে মোহাম্মদ আলী, জিয়াউর রহমান খান, আফজাল এইচ খান, তৈমুর আলম খন্দকার, বোরহান উদ্দিন, জাফরুল হাসান, সিরাজউদ্দিন আহমেদ, ফরহাদ হোসেন ডোনার, এস এম ফজলুল হক, সৈয়দ আলমগীর হোসেন, আমিনুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, সঞ্জিব চৌধুরী, এনামুল হক চৌধুরী, আবদুল কুদ্দুস, আবদুল হাই শিকদার প্রমুখ।
সাবেক আমলাদের মধ্যে উপস্থিত ছিলেন মুশফিকুর রহমান, আবদুল হালিম, খন্দকার শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, ইসমাইল জবিউল্লাহ, সুজাউদ্দিন, এম এ কাউয়ুম, হায়দার আলী, আবদুর রশীদ সরকার, কর্নেল (অব.) এম এ লতিফ, বিজন কান্তি সরকার প্রমুখ।
শিক্ষাবিদদের মধ্যে অধ্যাপক শাহিদা রফিক, অধ্যাপক তাজমেরী ইসলাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক শামসুল আলম প্রমুখ বৈঠকে ছিলেন।
এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল রাতে ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্থায়ী কমিটি এবং বুধবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন খালেদা জিয়া।