উপদেষ্টামণ্ডলীর সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাতে নিজের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়।
খালেদা জিয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া রোহিঙ্গা সংকট, রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গসহ বেশ কিছু চলমান ইস্যু উঠে আসে আলোচনায়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর ৫৩ জন সদস্য অংশ নেন।
সম্প্রতি খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গেও বৈঠক করেছেন খালেদা জিয়া। এর আগে জোটের নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।