শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
কক্সবাজারের মাহাসিংদোগ্রী বৌদ্ধ মন্দির
প্রকাশ: ০৪:০৫ pm ২৩-০৩-২০১৭ হালনাগাদ: ০৪:০৮ pm ২৩-০৩-২০১৭
 
 
 


১৭৯৯ ইং সালে লেঃ হিরেম কক্স দশ হাজার (১০,০০০) আরাকানী শরণণার্থী পুনর্বাসনের জন্য ''অংখোঁছা'' গ্রামটি পুনঃ নির্মাণ করেন এবং লেঃ হিরেম কক্স তাঁর নামানুসারে উক্ত গ্রামটির নামকরণ করেন ''কক্সবাজার''। সকল আরাকানী শরণার্থীরা বর্মী বা বার্মিজ কর্তৃক আরাকান দখলের পর অত্যাচার নিপীড়ন চালাতে শুরু করলে আশ্রয়ে সন্ধানে অংখোঁছা সহ বিভিন্ন জায়গায় বসতি গড়ে তুলেছিল। এলাকাবাসীর সাথে উক্তস্থানে সম্মিলিতভাবে একটি বুদ্ধমুর্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন এবং স্থানীয় ধর্মপ্রাণ উপাসকদের সহায়তায় একটি স্থানীয় বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানের কাজ শুরু করেন। এর মধ্যে কক্স সাহেব মারা গেলে বাকী অসমাপ্ত কাজ পরবর্তী বছর স্থানীয় বাসিন্দাবৃন্দ (রাখাইন বৌদ্ধরা) সমাপ্ত করেন। তখন সেই বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ''মাহাসিংদোগ্রী'' স্থানীয় ধর্মপ্রাণ রাখাইন বৌদ্ধরা একটি বুদ্ধমুর্তি সেখানে স্থাপন করে। এই বুদ্ধমুর্তিটি মিঃ কক্স সাহেবের প্রত্যক্ষ সহায়তায় আরাকান থেকে এখানে আনা হয়। এর নাম ''কাথেট আসান'' এখনও পর্যন্ত অতি পবিত্র বলে গণ্য করা হয়। প্রতিবছর হাজার হাজার ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরা এ বুদ্ধের পবিত্র মুর্তিকে পূজা ও শ্রদ্ধা প্রদর্শন করে।

অবস্থান: 

কক্সবাজার সদর উপজেলা

কিভাবে যাওয়া যায়: 

মাহাসিংদোগ্রী বৌদ্ধ মন্দির কক্সবাজার সদর উপজেলা পরিষদ থেকে ৫ কিঃ মিঃ দুরে অবস্থিত। এই বৌদ্ধমন্দির কক্সবাজার বায়তুশ শরফ কম্পপ্লেক্স এর পাশে রাখাইন পল্লীতে অবস্থিত। রিক্সা ও ব্যাটারী চালিত গাড়ী যোগে যাওয়া যায়। যাতায়াত ভাড়া প্রায় ৩০-৪০ টাকা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT