জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার বৈচারিক আদালত পরিবর্তনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (২০ আগস্ট) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে খালেদার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ যে আদালতে চলছে, সেখানেই চলবে। খালেদা জিয়ার আইনজীবী জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।