নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ৩ মামলার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মিফতাহ উদ্দীন ও বিচারপতি এএনএম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন ও সানজিদ সিদ্দীকী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
পরে মনিরুজ্জামান কবির সাংবাদিকদের বলেন, ‘এক আবেদনের শুনানি শেষে আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আনিত তিন মামলার কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবো।’