গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগেও বহাল রয়েছে।
এর ফলে মেয়র মান্নানের দায়িত্ব পালনে আর বাধা নেই বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
হাই কোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে লিভ টু আপিল করেছিল, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ বুধবার তা খারিজ করে দেয়।
মান্নানের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন ও আবু হানিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট মেয়র মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছিল। এর বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল রাষ্ট্রপক্ষ। আজ আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছে। এর ফলে মেয়র মান্নানের দায়িত্ব গ্রহণে আর কোনো বাধা নেই।”
নাশকতার এক মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় ২০১৫ সালের ১৯ অগাস্ট বিএনপি নেতা মান্নানকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার।
উচ্চ আদালতে ওই আদেশ স্থগিত হলে সে সময় পদ ফিরে পান তিনি। কিন্তু আরেক মামলায় মন্নানের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে গত বছরের ১৮ এপ্রিল দ্বিতীয়বারের মত তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।
ওই আদেশ চ্যালেঞ্জ করে চলতি বছরের ১০ এপ্রিল হাই কোর্টের রিট আবেদন করেন মান্নান। প্রাথমিক শুনানি নিয়ে গত ১৩ এপ্রিল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ বরখাস্তের আদেশ স্থগিত করার পাশাপাশি রুল দেয়।
স্থানীয় সরকার বিভাগের সাময়িক বরখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।
মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে অসছেন।