শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
গুম, খুন আতঙ্ক বিরাজ করছে, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা
প্রকাশ: ১০:০৩ am ১৯-০৭-২০১৭ হালনাগাদ: ১০:০৬ am ১৯-০৭-২০১৭
 
 
 


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, তাদের দলের নেতাকর্মীদের মধ্যে এখনও গুম, খুন আতঙ্ক বিরাজ করছে। তারা এই আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না। তিনি জানান, এ ধরনের পরিস্থিতি এড়াতে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সারাদেশে দলের নেতাকর্মীরা খুন, গুম আতঙ্কের মধ্যে রয়েছে। এ অবস্থায় নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য দলের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এভাবে চলতে পারে না। আগামী দিনে এ ধরনের ঘটনা ঘটলে বিএনপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ, উত্কণ্ঠা ও আতঙ্ক কাজ করছে। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির কাছে নিখোঁজ নেতাকর্মীদের তালিকা প্রকাশের কথা বলেন। পরবর্তীতে রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে গুম হওয়া ২৫ নেতাকর্মীর তালিকা প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য উল্লেখ করে তিনি বলেন, দেশে ২০১৩ সাল থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ৪৩৫ জন গুম হয়েছে। এদের মধ্যে ২৫২ জনের এখন পর্যন্ত হদিস পাওয়া যায়নি। ৩৮ জনের লাশ পাওয়া গেছে, ৩৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে, ২৭ জনকে বিভিন্ন সময়ে মুক্তি দেওয়া হয়েছে। গত ১৪ জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহসভাপতি একেএম ফজলুল হক সুমনকে পাহাড়তলীর বাসা থেকে আটক করে চট্টগ্রামের ডাবলমুরিং থানা পুলিশ। ওই দিনই রাত সোয়া ৮টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী সংগঠনের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নামে গণমাধ্যমে এক বিবৃতি পাঠান। বিবৃতিতে সুমনকে থানায় সোপর্দ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। সুমনকে থানায় সোপর্দ করা হয়েছে কি না কিংবা পুলিশ সুমনকে আটকের বিষয়টি স্বীকার করছে কি না সে বিষয়ে না জেনে গণমাধ্যমে বিবৃতি পাঠানোর বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি রাজীব আহসান সকালের খবরকে বলেন, তারা সব সময় উদ্বেগ, উত্কণ্ঠা ও আতঙ্কের মধ্যে থাকেন। নেতাকর্মীদের বাসা থেকে তুলে নেওয়ার পরও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঝে মধ্যে অস্বীকার করেন। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কাউকে তুলে নেওয়ার খবর পাওয়ার পর যত দ্রুত সম্ভব গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে গণমাধ্যমকে জানিয়ে রাখা হয়। তিনি বলেন, গুম হওয়া পরিবারগুলোর যে উত্কণ্ঠা কাজ করে একই উত্কণ্ঠা কাজ করে তার মাঝেও। এসব পরিবারের মতো হতভাগা আর কেউ নেই। প্রতি মুহূর্তে তারা অপেক্ষায় থাকে, এই বুঝি তাদের প্রিয়জন তাদের মাঝে ফিরে আসবে। ছাত্রদল সভাপতি রাজীব আহসান বলেন, এর আগে ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে গভীর রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়া হয়। সকালে তার লাশ পাওয়া যায়। সেক্ষেত্রে গভীর রাতে সংগঠনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এরপর থেকে সংগঠনের পক্ষ থেকে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে ফজলুল হক সুমনকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে কি না কিংবা আদালতে উপস্থাপন করা হয়েছে কি না জানতে চাইলে সংগঠনটির দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, গত রোববার তাকে আদালতে উপস্থাপন করা হয়েছিল। পরে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। গতকাল নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস সিদ্দিকুর রহমান নাহিদের সন্ধান দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ নরসিংদীবাসী সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের পর বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নাহিদের পরিবারের সদস্যরা তাকে জানিয়েছে গত ৮ জুন বৃহস্পতিবার রাত ২টা থেকে আড়াইটার মধ্যে দুই-তিনটি গাড়ি করে বেশ কিছু সংখ্যক লোক র্যাব পরিচয়ে নাহিদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা সিদ্দিকুর রহমান নাহিদকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে নরসিংদী সদর মডেল থানা, জেলা  গোয়েন্দা পুলিশ ও র্যাবের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নাহিদকে তুলে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন নাহিদের পরিবারের সদস্যসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খায়রুল কবির খোকন বলেন, র্যাব পরিচয়ে তুলে নেওয়ার পর থেকে খোঁজ মিলছে না নাহিদের। তিনি বলেন, যদি আইন-শৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে গিয়ে থাকে এবং সে যদি অপরাধী হয়ে থাকে তাহলে তাকে যেন আদালতে উপস্থাপন করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ অনেকে বর্তমানে একা চলাফেরা করেন না। কোথাও গেলে গাড়িতে ড্রাইভার ছাড়া নেতাকর্মীদের সঙ্গে রাখছেন। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ওই নেতা বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সব সময় সতর্ক থাকেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT