চীন, ভারত ও রাশিয়াকে সম্পৃক্ত করে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা ইস্যুতে দেশের ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের দরকার হলেও আওয়ামী লীগের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'গোটা জাতিকে রোহিঙ্গাদের ত্রাণ তৎপরতায় সম্পৃক্ততা করা যেমন জরুরি ঠিক তেমনি রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দেয়ার ব্যাপারেও যে জাতীয় ঐক্যবদ্ধ তাও প্রমাণ করা জরুরি। মিয়ানমারের নির্দয় শাসকদের ওপর বিশ্ব জনমতের চাপ সৃষ্টি করার জন্য বাংলাদেশের জাতীয় ঐক্যর কোনো বিকল্প নেই।'