২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত ১৭ দলের শীর্ষ নেতারা আজকের এ বৈঠকে অংশগ্রহণ করেছেন। বুধবার (১৫ নভেম্বর) ৯ টা ১০ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ১০টা ৪৫ মিনিটে। বৈঠকে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিশ, ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, বিজেপি, ইসলামী ঐক্যজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), এনডিপি, ইসলামী পার্টি, সাম্যবাদী দল, জমিয়তে উলামায়ে ইসলাম, ডেমোক্রেটিক লীগ, ন্যাপ-ভাষানী, বাংলাদেশ ন্যাপ, জাতীয় পার্টি ও লিবারেল ডেমোক্রিটিক পার্টি বৈঠকে অংশ নেয়। বৈঠকের বিষয়ে সাংবাদিকদের কিছুই জানায়নি ২০ দল। এবিষয়ে পরবর্তী সময়ে সাংবাদিকদের জানানো হবে বলে জোটসূত্রে জানা গেছে।