ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের টেনিস ক্লাব মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এসময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, এ্যাড. আজিজুর রহমান, এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. আক্কাস উদ্দিন, মাসুদ আহম্মেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, অশোক ধর, এম হাকিম, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একরামুল হক লিকু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সামাদ, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরওয়ার সউদ, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রবিউল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদা খানম, কৃষক লীগের সভাপতি সাজেদুর ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুর আলম, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমুলে বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করার লক্ষ্যে এ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কর্মসূচীর প্রথম দিনে আওয়ামী লীগের ২’শ জন নেতাকর্মীর সদস্যপদ নবায়ন করা হয়।