শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়বেন ৩৮ জন এবার প্রতি আসনে.
প্রকাশ: ০৯:২৩ am ০৪-০৯-২০১৮ হালনাগাদ: ০৯:৫০ am ০৪-০৯-২০১৮
 
 
 


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এবার প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভর্তির আবেদন পড়েছে ‘ঘ’ ইউনিটে।

গতকাল মঙ্গলবার দুপুরে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়। পরে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মোট সাত হাজার ১২৮টি আসনের বিপরীতে দুই লাখ ৭২ হাজার ৫১২ জন প্রার্থী আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস সূত্রে জানা যায়, নতুন শিক্ষাবর্ষে ক ইউনিটের এক হাজার ৭৫০টি আসনের বিপরীতে ৮২ হাজার ৯৭০ জন, খ ইউনিটের দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২৫০ জন, গ ইউনিটের এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৫৩৪ জন, ঘ ইউনিটের এক হাজার ৬১৫টি আসনের বিপরীতে ১ লাখ ৬১৪ জন এবং চ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ২৫ হাজার ১৪৪ জন আবেদন করেছেন।

ক ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৮ সেপ্টেম্বর, খ ইউনিটের ২১ সেপ্টেম্বর, গ ইউনিটের ১৪ সেপ্টেম্বর, ঘ ইউনিটের ১২ অক্টোবর, চ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর ও অঙ্কন পরীক্ষা ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 

এছাড়াও গ ও চ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। ক, খ ও ঘ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT