শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
গণহিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ
প্রকাশ: ০২:১৭ pm ২৮-০৪-২০১৮ হালনাগাদ: ০২:২১ pm ২৮-০৪-২০১৮
 
 
 


পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রচণ্ড গরমে গণহিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

আজ শনিবার সকালে এ ঘটনার পর গুরুতর অসুস্থ দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর পরই বিদ্যালয় ছুটি ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মৃধা জানান, প্রভাতি শাখার ক্লাস চলার সময় সকাল পৌনে ৯টার দিকে নবম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর পরই অন্যান্য শ্রেণির আরো নয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে বর্ষা ও শারমিন নামের দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।  

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ননী গোপাল রায় গণমাধ্যমকে বলেন, অতিরিক্ত গরমের জন্যই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT