ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এস এম হলের শিক্ষার্থীকে মারধরের ঘটনায় এবং পলাশী এলাকায় মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নয়জন নেতা-কর্মী সংগঠন থেকে সাময়িক বহিষ্কৃত হয়েছেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকর্মীদের সাময়িকভাবে বহিষ্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়। বহিষ্কৃতরা হলেন- শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগকর্মী আসাদুজ্জামান আসাদ, কামরুল হাসান, কাউসার, জিহাদ, আবির, সাব্বির ও কামালউদ্দিন রানা। এ ছাড়া হাজী মুহাম্মদ মুহসীন হল ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক ইসতিয়াক হোসেন তুষার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শহীদুর রহমান শান্তকেও বহিষ্কার করা হয়।