জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকা দ্বিতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার জামিন বাতিল করে এ পরোয়ানা জারি করেন।
একই সঙ্গে খালেদা জিয়া আগামী সোমবার (৩০ জানুয়ারি) হাজির না থাকলে তারও জামিন বাতিল করা হবে বলে জানিয়েছেন আদালত।
এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ২ ফেব্রুয়ারি আদালতে উপস্থিত হয়ে তার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার দিন ধার্য করা হয়েছে।