ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ তিনটি ইসলামিক দলের ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাদের একটি মিছিল রাজধানীর শান্তিনগরে এলে পুলিশ তাদের বাধা দেয়। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছিল তারা। প্রতিবাদে তারা আগামী শুক্রবার সারাদেশের জেলায় জেলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে তিনটি ইসলামিক দলের নেতাকর্মীরা মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে তারা। একই সঙ্গে ওই দিন বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা।
প্রসঙ্গত, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লিগ, সৌদি আরব, জর্ডান, তুরস্ক, ফ্রান্স এবং জার্মানিসহ বিভিন্ন দেশ ও সংস্থার সতর্ক বাণী উপেক্ষা করেই বুধবার (৬ ডিসেম্বর) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেন। সেইসঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরেরও নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বাংলাদেশের সকাল রাজনৈতিক দল এর প্রতিবাদ করেছে।