গত তিনদিন ধরে দুটো চালক বিহীন বাস চলছে এস্তোনিয়ার রাজধানী তালিনে। সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান ইআরআর জানিয়েছে, চালক বিহীন বাসের সঙ্গে অন্য কোনো যানবাহন বা পথচারীর সাথে কোনো দুর্ঘটনা হয়নি। তবে বেশ কবার শেষ মুহূর্তে দুর্ঘটনা এড়ানো গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সোমবার সাইরেন এবং ফ্লাশ লাইট সহ একটি পুলিশ কারকে সাইড দেয়নি একটি বাস। একজন ফটোগ্রাফার দেখেছেন, মানুষ পারাপারের জায়গায় লাল বাতি ভেঙ্গে চলে যায় একটি বাস। তখন পথচারীরা অবাক বিস্ময়ে তাকিয়ে ছিলেন। ইআরআর বলছে, যদিও চালক নেই, তবুও ট্রাফিক আইনের অনুসরণ নিশ্চিত করতে বাসে একজনকে থাকতেই হবে। বাসগুলোর দাম পড়েছে এক লাখ ইউরো। বেসরকারি খাত থেকে এই বিনিয়োগ এসেছে। আগামী ছয় মাসের জন্য এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নের সভাপতি। এই গৌরব উদযাপনের জন্যই তালিনে চালক-বিহীন এই বাস চালু করা হয়েছে। ছয় মাস পরও এই বাস সার্ভিস চালু থাকবে কিনা তা জানা যায়নি।
সূত্র: বিবিসি বাংলা