রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের
প্রকাশ: ০৯:৪৩ am ১২-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:৪৫ am ১২-০৮-২০১৭
 
 
 


সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের গ্রেফতারসহ তিন দফা দাবিতে সারাদেশে জেলা বারগুলোয় তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ফোরামের মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন ঘোষিত তিন দফা দাবি হল-সাবেক প্রধান বিচারপতি ও বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের অপসারণ ও গ্রেফতার, মন্ত্রীদের বক্তব্যের মাধ্যমে সুপ্রিমকোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদ এবং নিম্ন আদালতের বিচারকদের চাকরি বিধিমালা অনতিবিলম্বে প্রকাশ। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আগামী রোববার, বুধবার ও বৃহস্পতিবার সারাদেশের সব জেলা বার অ্যাসোসিয়েশনে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন আইনজীবীরা। খোকন বলেন, আইন কমিশনের পদ সাংবিধানিক পদ নয়। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী যেসব সাংবিধানিক পদ আছে সেগুলোর শপথের কথা বলা আছে।  জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের শপথের কোনো বিধান নেই। চেয়ারম্যান প্রজাতন্ত্রের একজন কর্মচারী মাত্র। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার বক্তব্যের সীমাবদ্ধতা আছে, কোড অব কনডাক্ট আছে। কোড অব কনডাক্ট অনুযায়ী তিনি কোনো সংবাদ সম্মেলন করতে পারেন না। সংবাদ সম্মেলন করে তিনি চাকরির শর্ত ভঙ্গ করেছেন। রায়ের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি সুপ্রিমকোর্টকে হেয় করেছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT